করোনার প্রকোপ আরও বাড়তে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশাপাশি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) তাদের সদস্য চিকিৎসকের কাছে করোনা রোগীদের পরিষেবা দেওয়ার জন্য আবেদন করল। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এবং পুর-এলাকার স্থানীয় চিকিৎসকদেরও ওই আবেদন জানিয়েছে তারা।
এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যকর্তারা বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেন আইএমএ-র আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকেই স্থির হয়, কোন পথে চিকিৎসকেরা করোনা রোগীদের পরিষেবা দেবেন। রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর পরিস্থিতি তৈরি হলে চিকিৎসকদের কী করনীয়, তার রূপরেখাও বাতলে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বাড়িতে রোগী মারা গেলে মৃত্যু শংসাপত্র পেতে পরিবারের লোকজনকে সমস্যায় পড়তে হয়। সেই ক্ষেত্রেও চিকিৎসকেরা কী করবেন, বৈঠকে তারও নির্দেশিকা দেওয়া হয়।
প্রশাসন সূত্রের খবর, শুক্রবার রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট চিকিৎসকদের ভার্চুয়াল প্রশিক্ষণ দেওয়া হয়। আজ, শনিবারেও একই ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী চিকিৎসকদের ওই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে অনুরোধ করা হয়েছে। আইএমএ-র শ্রীরামপুর