Advertisement
E-Paper

শিবপুরে গুলিতে নিহত প্রোমোটার

বিরিয়ানির দোকানে দুষ্কৃতীর গুলিতে খুন হলেন এক যুবক। সোমবার রাতে শিবপুর ফজিরবাজারের কাছে। প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে সন্দেহ পুলিশের। এই ঘটনায় শোয়েব আলম ওরফে চাঁদ নামে স্থানীয় এক দুষ্কৃতীর খোঁজ চলছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫১

বিরিয়ানির দোকানে দুষ্কৃতীর গুলিতে খুন হলেন এক যুবক। সোমবার রাতে শিবপুর ফজিরবাজারের কাছে। প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে সন্দেহ পুলিশের। এই ঘটনায় শোয়েব আলম ওরফে চাঁদ নামে স্থানীয় এক দুষ্কৃতীর খোঁজ চলছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।

পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে ইফতিকার আহমেদ (৩২) নামে পি এম বস্তির বাসিন্দা ওই যুবককে। জি টি রোডের জনবহুল এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। এলাকায় বসে পুলিশ-পাহারা।

পুলিশ জানায়, সিটিসি-র চতুর্থ শ্রেণির কর্মী ইফতিকার প্রোমোটিং-ও করতেন। পুলিশের দাবি, নানা অসামাজিক কাজেও তাঁর নাম জড়ায়। টাকার লেনদেন নিয়ে কিছু দিন ধরে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে তাঁর গোলমাল চলছিল। পুলিশ জেনেছে, সোমবার রাতে বিরিয়ানির দোকানে ওই দুষ্কৃতীরাও ছিল। কে আগে বিরিয়ানি কিনবে, তা নিয়ে ইফতিকারের সঙ্গে তাদের বচসা বাধে। এক দুষ্কৃতী তাঁর বুকে গুলি করলে ঘটনাস্থলেই ইফতিকারের মৃত্যু হয়।

হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাত পারভেজ জানান, আগে শোয়েব আলমের দলের সঙ্গে ইফতিকারের ঘনিষ্ঠতা ছিল। তিনি বলেন, “সম্ভবত আর্থিক লেনদেন নিয়ে গোলমালেই এই খুন। শোয়েবের খোঁজ চলছে।” ইফতিকারের পরিবার অবশ্য পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ। তাঁর বাবা নুর হাসান বলেন, “এত লোকের সামনে আমার ছেলেকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। তবু পুলিশ তাদের ধরতে পারল না!”

iftikar ahmed howrah shibpur promoter murder southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy