অর্থলগ্নি সংস্থায় জমানো আমানত চাইতে গিয়ে এজেন্ট-এর পরিবারের সদস্যদের মারে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার চেঙ্গাইলের কাছে কাজিপাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম সাহাবুদ্দিন কাজি (৪৬)। পুলিশ দুই মহিলাকে আটক করেছে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাজিপাড়ার বাসিন্দা সাহাবুদ্দিন কাজি ওই এলাকারই ইজাজুল কাজির কাছে ১৮ হাজার টাকা দিয়েছিলেন। ইজাজুল একটি অর্থলগ্নি সংস্থার এজেন্ট। সেই সংস্থায় ১৮ হাজার টাকা বিনিয়োগ করেছিলেন সাহাবুদ্দিন। অভিযোগ, সংস্থাটি বন্ধ হয়ে গেলে টাকা ইজাজুলের থেকে টাকা ফেরত চান সাহাবুদ্দিন।
আগামী ২৬ জানুয়ারি সাহাবুদ্দিনের বাড়িতে অনুষ্ঠান থাকায় শনিবার বিকালে টাকা ফেরত চাইতে ইজাজুলের বাড়িতে যান সাহাবুদ্দিনের স্ত্রী পাকিজা। অভিযোগ, ইজাজুল ও তার পরিবারের লোকজন পাকিজাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।