Advertisement
E-Paper

বাঁশবেড়িয়ায় বহু রূপে হাজির দেব সেনাপতি

অনির্বাণ: ৪১ তম বর্ষ। কলকাতা হাইকোর্টের আদলে পুকুরের উপর মণ্ডপ। প্রবেশ লঞ্চে করে। ঘাটের নাম ‘প্রিন্সেপ ঘাট’। হাইকোর্টের এজলাসে বিচার প্রক্রিয়া চলবে। থাকবেন বিচারক, বাদী-বিবাদী, আইনজীবী— সব পক্ষই। ঢোকার মুখে পুলিশ। সবটাই হবে অভিনয়ের মাধ্যমে। কার্তিক এখানে জামাইয়ের বেশে হাজির।

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০১:১০
চিরাচরিত থেকে থিমের মণ্ডপ। ছবি: সুশান্ত সরকার

চিরাচরিত থেকে থিমের মণ্ডপ। ছবি: সুশান্ত সরকার

অনির্বাণ: ৪১ তম বর্ষ। কলকাতা হাইকোর্টের আদলে পুকুরের উপর মণ্ডপ। প্রবেশ লঞ্চে করে। ঘাটের নাম ‘প্রিন্সেপ ঘাট’। হাইকোর্টের এজলাসে বিচার প্রক্রিয়া চলবে। থাকবেন বিচারক, বাদী-বিবাদী, আইনজীবী— সব পক্ষই। ঢোকার মুখে পুলিশ। সবটাই হবে অভিনয়ের মাধ্যমে। কার্তিক এখানে জামাইয়ের বেশে হাজির।

রেনেসাঁ: পুজো ভাবনায় স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন। মণ্ডপ জুড়ে পাটের কাজ। সেখানে সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, শ্রীঅরবিন্দের মতো স্বাধীনতা সংগ্রামীদের মডেল। কার্তিকের এখানে রাজবেশ। অর্থাৎ, ‘রাজা কার্তিক’। ৪৪ তম বর্ষ।

সূর্যতোরণ সঙ্ঘ: ঝুড়ি, কুলো, ধানের শিস, কারুকাজ করা তালপাতা-সহ নানা জিনিস দিয়ে তৈরি মণ্ডপে ধানের মড়াইয়ের আদল। মোট তিনটি মড়াই রয়েছে। মাঝের মড়াইতে কার্তিক থাকছেন রাজবেশে। মূর্তি তৈরি হয়েছে বিভিন্ন আকার ও রঙের আমেরিকান পুঁথি এবং ছোট কাচ দিয়ে। ৫৭ তম বর্ষ।

পঞ্চাননতলা জুনিয়র সঙ্ঘ: পুজো ভাবনায় এক টুকরো দার্জিলিং। রয়েছে টয় ট্রেনের খণ্ডচিত্র। এখানেও ‘রাজা কার্তিক’। মূর্তির গায়ে মাটির পোশাক। ২২ তম বর্ষ।

জুনিয়র বালক সঙ্ঘ: ৫০ তম বর্ষ। মণ্ডপে গ্রাম্য পরিবেশ। খেতে চাষাবাদ, ফসল তোলার দৃশ্য মণ্ডপে। পাশেই চালাঘরে নবান্ন রান্নায় ব্যস্ত গ্রামের মহিলা। সবটাই তুলে ধরা হয়েছে মডেলে।

সর্বজনীন ষড়ানন কার্তিক পূজা কমিটি: ৪৬ তম বর্ষ। ফুলের বাগানে দেব সেনাপতির আরাধনা। মূর্তি ঘিরে সর্বত্রই ফুলের সারি। তবে আসল নয়, সিন্থেটিক ফুল। কার্তিকের এখানে ছ’টি মাথা। উদ্যোক্তাদের বক্তব্য, দেব সেনাপতি শৌখিন মনের। সেই কারণেই তাঁর জন্য ফুলের বাগান।

শ্রীশ্রী ধুমো কার্তিক পুজো কমিটি: পুজোটি সাড়ে ৩ শতক পেরিয়েছে। মন্দিরের আদলে কাপড়ের মণ্ডপ। নামাবলি গায়ে ছোট ধুতি পরে বাহন ময়ূরের উপরে বসে থাকেন কার্তিক। পুজোর পরের দিন দধিকর্মার পরে রীতি অনুযায়ী কার্তিক মূর্তিকে কারুকাজ করা সাদা ধুতি এবং কাশ্মীরি শাল পড়ানো হয়।

নবোদয় সঙ্ঘ: কৃত্রিম নদীতে মাছ, হাঁস। নদীর ধারে ময়ুর। মাছের জাল দিয়ে ময়ুর, মাছ, হাঁস তৈরি। নৌকার উপরে বিরাজমান অর্জুনের আদলে কার্তিক।

কার্তিক পুজোয় সেজে উঠছে বাঁশবেড়িয়া। ছবি: তাপস ঘোষ

মিলন পল্লি নটরাজ পূজা কমিটি: থিম, ‘বাংলার মুখ’। মডেলের মাধ্যমে খেত, কারখানা এবং চা-বাগানে কাজের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

আগন্তুক: ১২ তম বর্ষ। থিম, ‘তবুও নিঃশব্দ’। কাশ্মীরে জঙ্গি হানার দৃশ্য মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শান্তির বার্তা ছড়াতে মূর্তি তৈরি হয়েছে গৌতম বুদ্ধের আদলে।

শিবদুর্গা বয়েজ ক্লাব: কলকাতা হাইকোর্ট ভবনের আদলে মণ্ডপ। পুজো ১২ বছরে পড়ল।

শ্রীশ্রী রাজা কার্তিক পূজা কমিটি: এলাকার সবচেয়ে পুরনো পুজো। এ বার ৩৭০ বছরে পড়ল। ঐতিহ্য এবং পরম্পরা অনুযায়ী পুজোর আয়োজন হয়। বিসর্জনের শোভাযাত্রায় আলোর কারিকুরিতে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জ্ঞাপন।

সাহাগঞ্জ জ্যাংরা সেবক সঙ্ঘ: ২৮৮ তম বর্ষ। মন্দিরের আদলে কাপড়ের মণ্ডপ। থিম ‘সর্বসুখের ২৮৮’। তবে মণ্ডপসজ্জার বৈচিত্র্যে নয়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু থেকে দরিদ্রদের পাশে দাঁড়ানোই উদ্যোক্তাদের লক্ষ্য। থাকছে আঁকা প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান‌-সহ নানা কর্মসূচি।

অর্জু‌ন কার্তিক পুজো কমিটি: সুন্দর মণ্ডপ। কার্তিক এখানে অর্জুনের কায়দায় হাজির। অর্জুনের মতোই কার্তিকের চেহারা, দাবি উদ্যোক্তাদের।

দেবসেনা কার্তিক পূজা কমিটি: ১৭ তম বর্ষ। কাপড়ের মণ্ডপ। কার্তিক এখানে অধিষ্ঠিত ‘দেব সেনাপতি’ রূপে।

পরিক্রমায়: প্রকাশ পাল ও সুশান্ত সরকার।

kartik Puja Pandal Bansberia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy