Advertisement
২০ এপ্রিল ২০২৪

জলের সমস্যা মিটল আদালতে

জলের সমস্যা মিটল শ্রীরামপুর আদালতে। বিচারপ্রার্থীদের শৌচাগারের অভাবও দূর হল। কয়েক মাস ধরে আদালতের চারটি নলকূপের মধ্যে তিনটিই বিকল হয়ে পড়েছিল। অন্য কলটিতে ভাল ভাবে জল পড়ে না। তা ছাড়া নলকূপটি এমন জায়গায় যে, সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়াও কঠিন। এই পরিস্থিতিতে প্রবল গরমে জল না পেয়ে নাকাল হচ্ছিলেন বিচারপ্রার্থী এবং আইনজীবীরা।

শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ০১:১৩
Share: Save:

জলের সমস্যা মিটল শ্রীরামপুর আদালতে। বিচারপ্রার্থীদের শৌচাগারের অভাবও দূর হল। কয়েক মাস ধরে আদালতের চারটি নলকূপের মধ্যে তিনটিই বিকল হয়ে পড়েছিল। অন্য কলটিতে ভাল ভাবে জল পড়ে না। তা ছাড়া নলকূপটি এমন জায়গায় যে, সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়াও কঠিন। এই পরিস্থিতিতে প্রবল গরমে জল না পেয়ে নাকাল হচ্ছিলেন বিচারপ্রার্থী এবং আইনজীবীরা। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকায় এ ব্যাপারে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। ওই দিনই আদালতের তরফে সমস্যা সমাধানে তোড়জোড় শুরু হয়। আইনজীবীরা জানান, বুধবার একটি নলকূপ সারানো হয়েছে। আদালত ভবনের দোতলায় দু’টি শৌচাগার খুলে দেওয়া হয়। তার মধ্যে একটি মহিলাদের। আদালতের ভূমিকায় আইনজীবী এবং বিচারপ্রার্থীরা খুশি। আইনজীবীরা জানান, আদালতের সামগ্রিক পরিস্থিতি দেখভালের দায়িত্বে রয়েছেন দ্বিতীয় সিভিল বিচারক (জুনিয়র ডিভিশন) সোহন মুখোপাধ্যায়। তিনি এ দিন পরিস্থিতি খতিয়ে দেখেন। আইনজীবী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ভবনেরই এক তলায় মহিলাদের জন্য আরও একটি শৌচাগার খোলার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

srirampur court Drinking water toilet summer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE