পুরসভার পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধের সাফাই অভিযানে নামলেন ভদ্রেশ্বরের গভর্নমেন্ট কলোনির বাসিন্দারা। হুগলিতে ডেঙ্গির প্রাদুর্ভাবে আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলাবাসী। শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত অনেকে। সেই আতঙ্কে মশার উপদ্রব কমাতে ভদ্রেশ্বরের গভর্নমেন্ট কলোনির বাসিন্দারা রবিবার সকাল থেকে এলাকা সাফাই অভিযানে নামেন। পুরসভার তরফে ইতিমধ্যেই এলাকায় ডেঙ্গি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তা সত্ত্বেও এদিন বাসিন্দারা জঙ্গল সাফ করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন। ডেঙ্গি রোধে কি কি ব্যবস্থা নেওয়া দরকার সে সম্পর্কে লিফলেটও বিলি করেন তাঁরা। ভদ্রেশ্বরের পুরপ্রধান মনোজ উপাধ্যায় বলেন, ‘‘পুরসভার পক্ষ থেকে ডেঙ্গিরোধে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর সচেতন হয়ে এই রোগ দূরীকরণে এগিয়ে আসার উদ্যোগকে সাধুবাদ জানাই।’’ স্থানীয় বাসিন্দা নিলাদ্রি দে বলেন, ‘‘ডেঙ্গি যে ভাবে জেলা জুড়ে ছড়িয়েছে তার জন্য মানুষকে আগে থেকে সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। প্রত্যেকে নিজের নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এই সব মারণ রোগ প্রতিরোধ করা যাবে।’’