পুরকর দেওয়ার জন্য লম্বা লাইনের দাঁড়ানোর দিন এ বার শেষ। অনলাইনেই মেটানো যাবে পুর-কর।
রাজ্যের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার দশটি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এমনই পরিষেবা। মঙ্গলবার থেকে উত্তরপাড়ায় অন লাইনে পুরকর নেওয়া শুরুও হয়ে গিয়েছে। চেয়ারম্যান দিলীপ যাদবের দাবি, ‘‘রাজ্যের মধ্যে আমরাই প্রথম এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করলাম। পরিষেবা দেওয়াও শুরু হয়েছে।’’
প্রশাসন সূত্রে খবর, সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডের আওতায় ওয়েবল এই কাজের দায়িত্ব পেয়েছে। চারটি জেলার দশটি পুরসভায় পরীক্ষামূলকভাবে আপাতত এই পরিষেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হুগলির উত্তরপাড়া, তারকেশ্বর এবং চন্দননগর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, অশোকনগর, নদিয়ার কল্যাণী ও দক্ষিণ ২৪ পরগনার চারটি পুরসভা।