Advertisement
২৪ এপ্রিল ২০২৪

উত্তরপাড়ায় চালু ই-ট্যাক্স

পুরকর দেওয়ার জন্য লম্বা লাইনের দাঁড়ানোর দিন এ বার শেষ। অনলাইনেই মেটানো যাবে পুর-কর। রাজ্যের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার দশটি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এমনই পরিষেবা।

গৌতম বন্দ্যোপাধ্যায়
চুঁচুড়া শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৭ ০২:৩৬
Share: Save:

পুরকর দেওয়ার জন্য লম্বা লাইনের দাঁড়ানোর দিন এ বার শেষ। অনলাইনেই মেটানো যাবে পুর-কর।

রাজ্যের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলার দশটি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে এমনই পরিষেবা। মঙ্গলবার থেকে উত্তরপাড়ায় অন লাইনে পুরকর নেওয়া শুরুও হয়ে গিয়েছে। চেয়ারম্যান দিলীপ যাদবের দাবি, ‘‘রাজ্যের মধ্যে আমরাই প্রথম এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করলাম। পরিষেবা দেওয়াও শুরু হয়েছে।’’

প্রশাসন সূত্রে খবর, সেন্ট্রাল ভ্যালুয়েশন বোর্ডের আওতায় ওয়েবল এই কাজের দায়িত্ব পেয়েছে। চারটি জেলার দশটি পুরসভায় পরীক্ষামূলকভাবে আপাতত এই পরিষেবা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হুগলির উত্তরপাড়া, তারকেশ্বর এবং চন্দননগর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, অশোকনগর, নদিয়ার কল্যাণী ও দক্ষিণ ২৪ পরগনার চারটি পুরসভা।

কেন এমন উদ্যোগ?

রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের এক পদস্থ কর্তা জানান, উত্তরপাড়াতেই থাকেন প্রায় ২ লক্ষ বাসিন্দা। কিন্তু পুরসভায় এখন মাত্র ৯ জন কর্মী রয়েছেন যাঁরা কর আদায়ের কাজে যুক্ত। এর ফলে অনেক সময়ই পুরকর বকেয়া থেকে যায়। ঘাটতি পড়ে পুর-আয়ে। এমন সমস্যা এড়াতেই বিকল্প পথের ভাবনা।

কীভাবে কাজ করবে এই ওয়েবসাইট?

উত্তরপাড়া পুরসভার তরফে প্রযুক্তিবিদ অভিরূপ দেব জানান, পুরসভার নির্দিষ্ট ওয়েবসাইটে (uttarparamunicipality.in) গিয়ে propertytax ক্লিক করলেই দেওয়া যাবে পুর-কর।

তবে আগের মতো বাড়ি গিয়ে পুরকর নেওয়ার ব্যবস্থাও থাকবে। সেক্ষেত্রে পুরকর্মীদের ট্যাব দিয়ে দেওয়া হবে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে নতুন এই ব্যবস্থায় পুরকর আদায় করবেন। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপবাবু বলেন, ‘‘আমাদের পুরসভার কর্মীদের প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে। তাঁরা পুরসভার ২৪টির ওয়ার্ড ভিত্তিক যে বিন্যাস রয়েছে, সেই হিসেবেই পুরকর সংগ্রহ করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

E-Tax Uttarpara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE