Advertisement
E-Paper

চেনা ছকে পড়েই জয়েন্টে নবম উৎকর্ষ

উত্তরপাড়ার কাঁঠালবাগানের বাসিন্দা উৎকর্ষ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ডানকুনির এক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। এরপর বিজ্ঞান নিয়ে চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে ভর্তি হয় উৎকর্ষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০১:৪৯
উৎকর্ষ জৈন। নিজস্ব চিত্র

উৎকর্ষ জৈন। নিজস্ব চিত্র

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের ফলে প্রথম সারিতেই ছিল হুগলির প়ড়ুয়ারা। এ বার সেই তালিকায় জুড়ল জয়েন্ট এন্ট্রান্সের ফলও। জয়েন্টের ইঞ্জিনিয়ারিং বিভাগে নবম স্থান পেয়েছে চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের উৎকর্ষ জৈন।

উত্তরপাড়ার কাঁঠালবাগানের বাসিন্দা উৎকর্ষ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ডানকুনির এক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। এরপর বিজ্ঞান নিয়ে চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে ভর্তি হয় উৎকর্ষ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কোন বাঁধা নিয়মে কোনওদিনই পড়াশোনা করেনি সে। পরীক্ষার সিলেবাসেই বরবার জোর দিয়েছে। বাবা রঞ্জিত জৈন কম্পিউটার ইঞ্জিনিয়ার। বাড়ির কাছেই কম্পিউটারের সফট্ওয়্যারের ব্যবসা রয়েছে তাঁর। মা রেণুদেবী গৃহবধূ। সংসারের কাজ সামলে স্বামীর ব্যবসায় সাহায্যও করেন। তার ফাঁকে ছেলের পড়ার দিকে নজর দিতে ভুল করতেন না।

উৎকর্ষ পড়ার ফাঁকে গান শুনতে ভালবাসে। অবসরে বাবার দোকানে গিয়ে কম্পিউটারে গেম খেলাও তার নেশা। উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৫৮। এরপর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ১৭২.৪ শতাংশ নম্বর পেয়ে একদম নবম স্থান। উৎকর্ষের কথায়, ‘‘অল ইন্ডিয়া জয়েন্টে ভাল ফল করলে খড়গপুর আইআইটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। আর তা না হলে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাই।’’

রঞ্জিৎবাবু বলেন, ‘‘উৎকর্ষ বরাবর ভাল ফল করত। তবে একেবারে নবম হবে, এটা আশা করিনি।’’

Joint Entrance Result জয়েন্ট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy