Advertisement
২১ মে ২০২৪

গরমে মাছে মড়ক, হাওড়ায় আতঙ্কে চাষিরা

হাওড়ার উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান এলাকার বিভিন্ন পুকুরে গত কয়েকদিন ধরে মাছ মারা যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শ্যামপুর ১ ও ২ ব্লকে।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৭:৫২
Share: Save:

হাওড়ার উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান এলাকার বিভিন্ন পুকুরে গত কয়েকদিন ধরে মাছ মারা যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শ্যামপুর ১ ও ২ ব্লকে। কারণ হিসাবে মৎস দফতরের কর্তারা প্রচণ্ড গরম ও মেঘলা আবহাওয়াকেই দায়ী করেছেন।

গত শনি, রবি ও সোমবার তিন দিন প্রচণ্ড গরম ছিল। সেই সঙ্গে দোসর হয় মেঘলা আবহাওয়া। গরমে অতিষ্ট হয়ে পড়ে মানুষ। মৎস দফতর সূত্রে খবর, আবহাওয়ার প্রভাবে শনিবার থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে পুকুরের মাছ মরে যাওয়ার খবর আসতে থাকে। এতে মাছচাষিরাও আতঙ্কিত হয়ে পড়েন। পুকুরের মাছ বাঁচাতে অনেকে বাজার থেকে নানা ওষুধ কিনে পুকুরে দিতে থাকেন। কিন্তু তাতে লাভ হয়নি। জেলা মৎস আধিকারিক অম্বালিকা ঘোষ বলেন, ‘‘ মূলত গরমের জন্যই এই ঘটনা ঘটেছে। তবে শ্যামপুরেই বেশি ক্ষতি হয়েছে। ব্লক মৎস আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে মরা মাছের নমুনা সংগ্রহ করে বিষয়টি খতিয়ে দেখে রির্পোট জমা দিতে।’’ তাঁর দাবি, কমবেশি গোটা দক্ষিণবঙ্গেই এমনটা হয়েছে।

শ্যামপুরের খিদিরপুর এলাকার মৎস্যচাষি তুষার হাজরা ১০ কাঠা পুকুরে মাছ চাষ করেছিলেন। তিনি বলেন, ‘‘প্রায় ৩০-৪০ হাজার টাকার মাছ এই ক’দিনে নষ্ট হয়েছে।’’ উত্তম রায়চৌধুরী ১৫ কাঠা পুকুরে মাছ চাষ করেছিলেন। তাঁরও ওই পরিমাণ টাকার মাছ নষ্ট হয়েছে বলে জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fish Farmers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE