জেটি সংস্কারের জন্য টানা দু’সপ্তাহ উত্তরপাড়া খেয়াঘাট থেকে উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ ঘাটে গঙ্গায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। উত্তরপাড়ায় সেই জেটি সংস্কার হয়ে যাওয়ায় আজ, সোমবার থেকে দুই ঘাটের মধ্যে লঞ্চ চলাচল শুরু হতে চলেছে। আর এখটি নতুন জেটিও বসানো হয়েছে উত্তরপাড়া খেয়াঘাটে। রবিবার পরীক্ষামূলক ভাবে নতুন জেটি দিয়ে লঞ্চ চলাচল করে।
উত্তরপাড়া পুর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ওই পথে নিয়মিত লঞ্চ চলাচলে আর কোনও সমস্যা নেই। ভূতল পরিবহণ কর্তৃপক্ষের তরফেও অনুমতি মিলেছে। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘আমি পরীক্ষামূলক ভাবে লঞ্চ চলাচলের সময় নিজে ছিলাম। আড়িয়াদহ ঘাট পর্যন্ত যাই। উত্তরপাড়া খেয়াঘাটের আমূল সংস্কারের কাজও একই সঙ্গে
করা হয়েছে।’’