Advertisement
১৮ মে ২০২৪

দুর্ঘটনায় মৃত্যু একই গ্রামের পাঁচ জনের

পুলিশ জানিয়েছে, ডাকুকেই হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন চার গ্রামবাসী। গাড়িটি শাহ সাকের আলির। তিনিই চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। দুর্ঘটনার পরে লরি নিয়ে চালক-খালাসি পালায়। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

দুর্ঘটনা: তখনও গাড়ির ফাঁকে আটকে রয়েছে মৃতদেহ। নিজস্ব চিত্র

দুর্ঘটনা: তখনও গাড়ির ফাঁকে আটকে রয়েছে মৃতদেহ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৩:০৪
Share: Save:

কিডনির অসুখে আক্রান্ত এক যুবককে নিয়ে গাড়িতে হাসপাতালে যাচ্ছিলেন গ্রামের চার জন। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই যুবক সহ-গাড়ির পাঁচ আরোহীই।

বৃহস্পতিবার সকালে আরামবাগের মায়াপুরের কাছে আরামবাগ-তারকেশ্বর রোডে একটি লরি ওই গাড়িটিকে পিষে দেয়। মৃতদের নাম শেখ তাজ মহম্মদ (৬৩), মিদ্যা গোলাম মোর্তজা (৪৭), শাহ সাকের আলি(৩৩), শেখ গোলাম মোস্তাফা (৩৩) এবং শেখ কামরুল ওরফে ডাকু (২৯)। সকলেই আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ডাকুকেই হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন চার গ্রামবাসী। গাড়িটি শাহ সাকের আলির। তিনিই চালাচ্ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। দুর্ঘটনার পরে লরি নিয়ে চালক-খালাসি পালায়। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, ‘‘মুখোমুখি সংঘর্ষ হয়নি। লরিটি প্রথমে গাছে ধাক্কা মেরে পরে গাড়িটিকে অন্য লরির সঙ্গে পিষে দেয়।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনমজুর ডাকু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁর চিকিৎসার জন্য গ্রামবাসীরা চাঁদা দিয়ে সাহায্য করছিলেন। তাঁর কলকাতায় চিকিৎসা চলছিল। ডায়ালিসিসের প্রয়োজন হয়ে পড়ে। সেই কারণে এ দিন ডাকুকে চার গ্রামবাসী গাড়িতে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মায়াপুর কল্যাণ কেন্দ্রের কাছে উল্টোদিক থেকে একটি বালি বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। তারপর লরিটি সজোরে ধাক্কা মারে ওই গাড়িটিকে। গাড়িটি ছিটকে গিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা একটি লরির কাছে চলে যায়। তখন বালি বোঝাই লরিটি পিষে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জড়ো হন কয়েকশো মানুষ। ঘণ্টাখানেক ধরে ওই গাড়ি কেটে বের করা হয় মৃতদেহগুলি।

গ্রামবাসীদের অভিযোগ, রাজ্য জুড়ে যেখানে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি নিয়ে এত ঢাকঢোল পেটানো হচ্ছে, সেখানে আরামবাগ মহকুমা জুড়ে দুর্ঘটনায় রাশ টানা যাচ্ছে না। পথ নিরাপত্তার দাবিতে একাধিক দুর্ঘটনার পরে অবরোধ, গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। তবু দুর্ঘটনার বিরাম নেই। পুলিশের হিসেবেই চলতি বছরের গোড়া থেকে এ পর্যন্ত গোটা মহকুমায় ৮২টি দুর্ঘটনায় ৩৪ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ সুপার অবশ্য দাবি করেছেন, দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে। দুর্ঙটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Accident আরামবাগ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE