Advertisement
০২ মে ২০২৪
হাওড়ায় প্রতি ব্লকে আইটিআই

ঘোষণা ও বাস্তবে ফারাক বিস্তর

রাজ্য কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ব্লকে একটি আইটিআই কলেজ তৈরি হবে বলে ঘোষণা করেন। সেই মতো হাওড়া জেলার গ্রামীণ এলাকার ১৪টি ব্লকে আইটিআই কলেজ তৈরির পরিকল্পনা করা হয়।

ছবি: সুব্রত জানা।

ছবি: সুব্রত জানা।

মনিরুল ইসলাম
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০২:১২
Share: Save:

রাজ্য কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি ব্লকে একটি আইটিআই কলেজ তৈরি হবে বলে ঘোষণা করেন। সেই মতো হাওড়া জেলার গ্রামীণ এলাকার ১৪টি ব্লকে আইটিআই কলেজ তৈরির পরিকল্পনা করা হয়। কিন্তু ঘোষণার পর ৬ বছর কেটে গেলেও জেলায় ব্লকগুলিতে আইটিআই চালুর ক্ষেত্রে বাস্তব ছবিটা আশাব্যঞ্জক নয়।

জেলা প্রশাসন সূত্রে খবর শ্যামপুর ২ ব্লক ও উদয়নারায়ণপুর ব্লকে আইটিআই কলেজে পঠন পাঠন শুরু হয়েছে। বাউড়িয়ায় একটি আইটিআই চালু হয়েছে। জগৎবল্লভপুরের গুমাডিঙি, আমতা ২-এর অমরাগড়ি, আমতা-১ এর সিরাজবাটি, উলুবেড়িয়া-১ এর রংমহল, সাঁকরাইলের জলা ধূলাগড়ি ও ডোমজুড়ের অঙ্কুরহাটিতে জমি চিহ্নিত করার কাজ শেষ। কলেজ তৈরির জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনও সবুজ সঙ্কেত আসেনি। শ্যামপুর ১, বাগনান ১ ও ২, উলুবেড়িয়া ২, বালিজগাছা ও পাঁচলা এই ৬টি ব্লকে এখনও পর্যন্ত আইটিআই কলেজের জন্য প্রস্তাব পাঠায়নি জেলা প্রশাসন।

তবে চেঙ্গাইলে বাম আমলে তৈরি হওয়া একটি আইটিআই কলেজ এখনও চালু করতে পারল না বর্তমান সরকার। বিরোধীদের অভিযোগ, বতর্মান সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী। জেলার সমস্ত ব্লকে এখনও আইটিআই কলেজ না হওয়ার বিষয়টি স্বীকার করেছেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী অসীমা পাত্র। তিনি বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই তিনটি আইটিআই চালু করেছি। বাকি ব্লকগুলিতে আইটিআই তৈরির জন্য জমি খোঁজার কাজ চলছে।’’ চেঙ্গাইলে আইটিআই-টি চালু না হওয়ার প্রশ্নে তাঁর যুক্তি, ‘‘ শুনেছি ওটা বিতর্কিত জমিতে তৈরি হয়েছে। তবে আইনি জটিলতা কাটিয়ে শীঘ্রই ওটা চালু করার চেষ্টা চলছে।’’

জেলা প্রশাসনের একাংশের দাবি, আর্থিক সমস্যার কারণেই সব ব্লকে কলেজ তৈরিতে দেরি হচ্ছে। প্রশাসনের এক কর্তা জানান, সরকার কলেজের জন্য প্রস্তাব চেয়ে পাঠালে আমরা তা রাজ্য সরকারের কাছে পাঠাব। উলুবেড়িয়া ১ ব্লকের বোয়ালিয়া এলাকায় মহকুমার পলিটেকনিক কলেজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah ITI college Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE