Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বন্ধ কারখানা খুলতে উদ্যোগী নয় সরকার, অভিযোগ সিটুর

প্রকাশ্য সমাবেশ থেকে বন্ধ কারখানা খোলার দাবি তুলল সিটু। রবিবার হুগলির চাঁপদানির ছাই ময়দানে সমাবেশ সিটুর ওই সমাবেশ হয়। জেলার ভদ্রেশ্বর, চাঁপদানী মূলত চটকল এলাকা।

সিটুর সমাবেশে বক্তা মহম্মদ সেলিম। রবিবার নিজস্ব চিত্র।

সিটুর সমাবেশে বক্তা মহম্মদ সেলিম। রবিবার নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চাঁপদানি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০১:৩১
Share: Save:

প্রকাশ্য সমাবেশ থেকে বন্ধ কারখানা খোলার দাবি তুলল সিটু। রবিবার হুগলির চাঁপদানির ছাই ময়দানে সমাবেশ সিটুর ওই সমাবেশ হয়।

জেলার ভদ্রেশ্বর, চাঁপদানী মূলত চটকল এলাকা। এখানকার অধিকাংশ মিলই দীর্ঘদিন ধরে বন্ধ। শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। শ্রমিকদের একটাই দাবি, অবিলম্বে মিল চালু হোক। তাঁদের অভিযোগ রাজ্য সরকার বন্ধ কলকারখানা খোলার ব্যাপারে একেবারেই উদ্যোগী হচ্ছে না। অথচ লক্ষ লক্ষ বেকারের চাকরি হচ্ছে বলে শাসক দল দাবি করছে। এ দিন সামাবেশে শ্রমিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিপিএমের মহম্মদ সেলিম, সুদর্শন রায়চৌধুরী, রূপচাঁদ পাল প্রমুখ নেতা। সুদর্শনবাবু বলেন, ‘‘চারদিকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন শিল্প গড়ে উঠছে না। বেকারদের চাকুরি দেবে কোথা থেকে। বর্তমান সরকারের সাড়ে চার বছরে নারীর উপরে অত্যাচার বেড়েছে। বাড়ছে শ্লীলতাহানি, ধর্ষণ। মহিলাদের মর্যাদা রক্ষার জন্যই এই সরকারকে হটাতে হবে। এই সরকার থাকলে শ্রমিক, যুবক এবং নারীর নৈতিক অধিকার রক্ষা করা যাবে না। বর্তমান সরকার বুঝে গিয়েছে যে হাঙ্গামা না করে ভোটে জেতা যাবে না।’’

মহম্মদ সেলিম বলেন, ‘‘গত চার বছরে রাজ্যে অধিকাংশ কারখানা বন্ধ হয়েছে। যে সরকার নারীর অধিকার রক্ষা করতে পারছে না, তারা শ্রমিকদের অধিকার রক্ষা করতে পারে না। চারদিকে শুধু হামলার ঘটনা। হামলা না করলে সরকারের আসল রহস্য বেরিয়ে পড়বে। তাই বিরোধী দলের কর্মী-নেতা থেকে, সাংবাদিক সকলের উপর হামলা করছে। মিথ্যা মামলা দিয়ে বিরোধীদের জেলে ঢুকিয়ে দিচ্ছে। কারণ ওরা জানে, গণতান্ত্রিক উপায়ে ভোটে জিততে পারবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CITU WB factory
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE