Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খুলছে ইন্ডিয়া চটকল

দু’সপ্তাহেরও বেশি বন্ধ থাকার পরে উৎপাদন চালু হচ্ছে শ্রীরামপুরের ইন্ডিয়া চটকলে। আজ, মঙ্গলবার থেকে ওই চটকলের গেট ফের খুলছে বলে প্রশাসন সূত্রে খবর। কাঁচামালের অভাব, বরাত না থাকা, শ্রমিক বিশৃঙ্খলার কারণ দেখিয়ে ৭ জুন ওই চটকলে সাসপেনশন অব ওয়ার্কের বিজ্ঞপ্তি ঝোলান কর্তৃপক্ষ। ফলে প্রায় ৪ হাজার শ্রমিক বেকায়দায় পড়েন।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:০৮
Share: Save:

দু’সপ্তাহেরও বেশি বন্ধ থাকার পরে উৎপাদন চালু হচ্ছে শ্রীরামপুরের ইন্ডিয়া চটকলে। আজ, মঙ্গলবার থেকে ওই চটকলের গেট ফের খুলছে বলে প্রশাসন সূত্রে খবর।

কাঁচামালের অভাব, বরাত না থাকা, শ্রমিক বিশৃঙ্খলার কারণ দেখিয়ে ৭ জুন ওই চটকলে সাসপেনশন অব ওয়ার্কের বিজ্ঞপ্তি ঝোলান কর্তৃপক্ষ। ফলে প্রায় ৪ হাজার শ্রমিক বেকায়দায় পড়েন। সোমবার শ্রীরামপুরের উপ শ্রম কমিশনার অমল মজুমদারের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে মিল খোলার সিদ্ধান্ত হয়। কারখানা কর্তৃপক্ষের তরফে গ্রুপ চিফ পার্সোনেল কল্যাণ মিত্র, জেনারেল ম্যানেজার (পার্সোনেল) দেবাশিস মুখোপাধ্যায় ও পার্সোনেল ম্যানেজার তপন চট্টোপাধ্যায় এবং ৯টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রম দফতর সূত্রের খবর, ২০১২ সালে ত্রিপাক্ষিক বৈঠকে যে চুক্তি হয়েছিল, শ্রমিক-মালিক দু’পক্ষই তা মেনে চলবেন বলে সিদ্ধান্ত হয়। অমলবাবু বলেন, ‘‘মঙ্গলবার মিলের গেট খুলবে।’’

জেলার অন্য বন্ধ চটকল খুলতেও রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। শ্রম দফতর সূত্রে খবর, আজ, মঙ্গলবার শ্রমমন্ত্রী মলয় ঘটক ভদ্রেশ্বরের ভিক্টোরিয়া চটকল নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করবেন। বুধবার রিষড়ার হেস্টিংস চটকল খুলতে তিনি বৈঠক করবেন। পরের দিন ভদ্রেশ্বরের নর্থ শ্যামনগর চটকল নিয়ে আলোচনায় বসবেন।

ইউটিইউসি-র রাজ্য নেতা দিলীপ ভট্টাচার্য বলেন, ‘‘নিঃশর্তভাবে সব চটকল খোলা হোক। কোনও চটকল বা কারখানায় সাসপেন অব ওয়ার্ক হলে শ্রমিকদের অন্তত পক্ষে অর্ধেক বেতন দেওয়া হোক।’’ আইএনটিটিইউসি নেতা অন্বয় চট্টোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রের ভুল নীতির জন্যই চটশিল্পের হাল খারাপ হচ্ছে। রাজ্য সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টার কসুর করছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE