তাঁরা দিনমজুর। সারাজীবন পরিশ্রম করেও নিজেদের পাকা বাড়ি তৈরি করতে পারেননি। তবু, উলুবেড়িয়া-২ ব্লকের কামিনা কাজিরচক গ্রামের গুণধর মণ্ডল এবং তাঁর দুই খুড়তুতো ভাই পরেশ ও সরেশ দু’কাঠা জমি দান করেছিলেন এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার জন্য। কিন্তু বছর পার। এখনও সেই কেন্দ্র হল না। গ্রামের কচিকাঁচারা এখনও পড়তে যাচ্ছে প্রায় দেড় কিলোমিটার দূরে এক গ্রামবাসীর বাড়িতে চলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
নিজেদের যে এখনও পাকা বাড়ি হয়নি, তা নিয়ে কোনও আক্ষেপ নেই গুণধরবাবুদের। তাঁদের আক্ষেপ এখনও গ্রামের কচিকাঁচাদের দূরে পড়াশোনা করতে যেতে হচ্ছে বলে। ৭৫ বছর বয়সী গুণধরবাবু বলেন, ‘‘সরকার বলল বলে বাচ্চাদের মুখ চেয়ে তিন ভাই মিলে জমি দিলাম। কিন্তু এখনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র হল না। অথচ আমাদের বলা হয়েছিল জমি দান করলেই কেন্দ্রের জন্য ভবন তৈরি হয়ে যাবে।’’
কেন্দ্রটি এখন যেখানে চলছে, সেখানকার ভারপ্রাপ্ত কর্মী সুব্রতা পোল্যে বলেন, ‘‘আমি বারবার দফতরে তাগাদা দিয়েছি। মাঝে একবার দফতরের আধিকারিকেরা জমিটি পরিদর্শন করতে এসেছিলেন। কিন্তু তার পরে কী হল, জানি না।’’