আজ সোমবার ধর্মঘটের দিনে হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুর থেকে হাওড়া এবং কলকাতাগামী সব দূরপাল্লার বাস চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকেরা। হাওড়া বাসস্ট্যান্ডে রবিবার দিনভর এর স্বপক্ষে মাইক প্রচারও চালিয়েছেন তাঁরা। পাশাপাশি চালক এবং কন্ডাক্টরেরাও জানিয়ে দিয়েছেন ধর্মঘটের ডাক উপেক্ষা করে বাস চালানো হবে। যাত্রীদের উদ্দেশে মাইক প্রচার চালিয়ছেন তাঁরাও।
নোট বাতিলকে কেন্দ্র করে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদে এ দিন রাজ্যে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট। বাসমালিকদের বক্তব্য, নোট বাতিলের জেরে এমনিতে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তার উপরে ধর্মঘট ডাকা হলে সেই দুর্ভোগ আরও বাড়বে বই কমবে না।
চার জেলায় প্রতিদিন গড়ে ৩০০টি দূরপাল্লার বাস চলাচল করে। অধিকাংশ মালিক যে সংগঠনের অধীন সেই ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিওন বাস অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক পল্লব মজুমদার বলেন, ‘‘ব্যাঙ্ক থেকে যথেষ্ট নগদ তোলা যাচ্ছে না। যতটা টাকা পাওয়া যাচ্ছে সেটা সম্বল করেই মানুষ তাঁর প্রয়োজন মেটাতে বিভিন্ন জায়গায় ছুটছেন। এই পরিস্থিতিতে বাস বন্ধ করে মানুষের উপরে মড়ার উপরে খাঁড়ার ঘা ফেলতে চাই না আমরা।’’