Advertisement
০২ মে ২০২৪

নিম্নমানের জিনিস, বন্ধ মগরায় রাস্তার কাজ

অভিযোগ উঠেছিল নিম্নমানের জিনিস ব্যবহারের। তার জেরে মগরার জিটি রোডের নাকশা মোড় থেকে বলাগড়ের কামারপাড়ার পর্ষন্ত দশ কিলোমিটার রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা

বন্ধ: রাস্তার কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীর। ছবি: সুশান্ত সরকার

বন্ধ: রাস্তার কাজ আটকে বিক্ষোভ গ্রামবাসীর। ছবি: সুশান্ত সরকার

নিজস্ব সংবাদদাতা
পান্ডুয়া শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৭ ০২:১৭
Share: Save:

অভিযোগ উঠেছিল নিম্নমানের জিনিস ব্যবহারের। তার জেরে মগরার জিটি রোডের নাকশা মোড় থেকে বলাগড়ের কামারপাড়ার পর্ষন্ত দশ কিলোমিটার রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। স্থানীয় মহীপাল গ্রামের বাসিন্দা পিন্টু ঘোষ, সেখ ইসমাইল, চম্পা বাউলদাসের অভিযোগ, পিডব্লিউডি নিম্নমানের ইমারতির জিনিস দিয়ে রাস্তার কাজ করছে। তা ছাড়া সেখানে কালভার্ট করার কথা থাকলেও তা করা হচ্ছে না। এতে নিকাশির সমস্যা হবে। এলাকায় বন্যা হলে রাস্তা জলে ডুবে যায়। সে জন্য একটু উচু করে রাস্তা তৈরির কথা ছিল। কিন্তু এর কোনওটাই মানা হচ্ছে না। মহীপালপুর পঞ্চায়েতকে লিখিত ভাবে জানালেও তাতে কেউ কর্ণপাত করেনি। তাই বাধ্য হয়ে রাস্তার কাজ বন্ধ করা হয়েছে।

মহীপালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ বিশ্বাস বলেন, ‘‘নাকশা মোড় থেকে বলাগড়ের কামারপাড়ার পর্ষন্ত দশ কিলোমিটার রাস্তার কাজ করছে পিডব্লিউডি। রাস্তাটি করতে প্রায় আট কোটি টাকার খরচ। বাসিন্দাদের দাবি মেনে কাজ হচ্ছে না বলে অভিযোগ এসেছে। বিষয়টি পিডব্লিউডি এবং জেলাশাসকের দফতরে জানানো হয়েছে। পিডব্লিউডি-র বাস্তুকার (রাস্তা) সুভাষ ঘোষ বলেন, ‘‘১০ কিলোমিটার রাস্তার দুই কিলোমিটার নিয়ে একটা সমস্যা হয়েছে। ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে সব জানিয়েছি। আশা করি দ্রুত রাস্তার কাজ শেষ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Low quality materials construction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE