Advertisement
০৬ মে ২০২৪

হাওড়া ও হুগলি জেলার স্কুলভিত্তিক ফল

মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিকের মেধা-তালিকার প্রথম দশে এ বার জায়গা করে নিয়েছে হুগলির ছ’জন। তিন জন শহরাঞ্চলের পরীক্ষার্থী। বাকি তিন জন গ্রামীণ এলাকার। কিন্তু মেধার জোরে তারা টপকে গিয়েছে অনেককেই।

কল্যাণ নন্দী।

কল্যাণ নন্দী।

শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৩:৫৪
Share: Save:

মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিকের মেধা-তালিকার প্রথম দশে এ বার জায়গা করে নিয়েছে হুগলির ছ’জন। তিন জন শহরাঞ্চলের পরীক্ষার্থী। বাকি তিন জন গ্রামীণ এলাকার। কিন্তু মেধার জোরে তারা টপকে গিয়েছে অনেককেই। হাওড়ার ফলাফলও বেশ ভাল। একনজরে দেখে নেওয়া যাক এই দুই জেলায় এই বছর মাধ্যমিকের ফলাফল।

হাওড়া (গ্রামীণ)

• পাইকপারী হাইস্কুল: পরীক্ষার্থী-৫৫, উত্তীর্ণ-৫৩, সর্বোচ্চ-৬৮১ (আব্দুল মালেক খান)।• বাগনান হাইস্কুল: পরীক্ষার্থী-৩৮৮, উত্তীর্ণ-৩৬৮, সর্বোচ্চ- ৬৭৭ (কিরণ মণ্ডল), • বাঙালপুর জ্যোতির্ময়ী উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী-১২৫, উত্তীর্ণ-১২৫, সর্বোচ্চ-৬৭৩ (তিয়াসা মালিক), • বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী-২৬৭, উত্তীর্ণ-২৫০, সর্বোচ্চ- ৬৬৮ (প্রার্থনা মিত্র ও মঞ্জিমা চট্টোপাধ্যায়)

চুঁচুড়া (সদর)

•চুঁচুড়া বালিকা বাণীমন্দির: পরীক্ষার্থী-১৭৭, উত্তীর্ণ-১৭৭, সর্বোচ্চ-৬৮২ (আদৃতা দাস)। • হুগলি ব্রাঞ্চ স্কুল: পরীক্ষার্থী-৮৫, উত্তীর্ণ-৮৩, সর্বোচ্চ-৬৭৭ ( দেবপ্রিয় শীল)।•পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ২৫৩, উত্তীর্ণ- ২৩৩, সর্বোচ্চ- ৬৭৫ (পার্থসারথি পাল ও প্রতীক প্রামাণিক)।• হুগলি কলেজিয়েট স্কুল: পরীক্ষার্থী-৯০, উত্তীর্ণ-৮৮, সর্বোচ্চ- ৬৬৯ (সোহম পাল)।

শ্রীরামপুর

• মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ১২৪, উত্তীর্ণ- ১২৪, সর্বোচ্চ– ৬৭০ (প্রবুদ্ধ বসু)। • আদিত্য বিড়লা বাণীভারতী: পরীক্ষার্থী- ৯৫, উত্তীর্ণ- ৯৫, সর্বোচ্চ- ৬৬৪ (তাম্রপর্ণী ঘোষ)।• শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৫৪, উত্তীর্ণ- ১৫৪, সর্বোচ্চ– ৬৬৩ (সমলগ্না চট্টোপাধ্যায় ও সুলগ্না হালদার)।

চন্দননগর

• রামনগর নূটবিহারী পালচৌধুরী উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী- ১৩৫, উত্তীর্ণ- ১৩১, সর্বোচ্চ– ৬৮৯ (অনির্বাণ খাঁড়া)। অরবিন্দ বিদ্যামন্দির: পরীক্ষার্থী-১০৩, উত্তীর্ণ-১০৩, সর্বোচ্চ-৬৮৫ (শ্রমণ জানা)। দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়: পরীক্ষার্থী-৯৮, উত্তীর্ণ- ৯৩, সর্বোচ্চ-৬৮১ (অনীক ভৌমিক)। মোজপুর ভারতী বিদ্যামন্দির: পরীক্ষার্থী- ১৫০, উত্তীর্ণ- ১৪০, সর্বোচ্চ– ৬৭৩ (আশিস দত্ত)।

আরামবাগ

• কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়: পরীক্ষার্থী-১০০, উত্তীর্ণ-১০০, সর্বোচ্চ-৬৮৫ (নব্যেন্দু ঘটক)।• শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাইস্কুল: পরীক্ষার্থী-১৬১, উত্তীর্ণ-১৫৯, সর্বোচ্চ-৬৮১ (কল্যাণ নন্দী)।• চিলাডাঙ্গি রবীন্দ্র বিদ্যাবীথি: পরীক্ষার্থী-১১৬, উত্তীর্ণ-১১৪, সর্বোচ্চ- ৬৭৯ (সুকন্যা সামন্ত)। • আরামবাগ গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী-২৭৯, উত্তীর্ণ-২৭২, সর্বোচ্চ- ৬৭৯ (ঋতিকা গুপ্ত)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Results 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE