উলুবেড়িয়ার পুরসভার চেয়ারম্যান পরিষদ গঠন করা হল শনিবার। ভাইস চেয়ারম্যান হন আব্বাসউদ্দিন খান। চেয়ারম্যান পরিষদের বাকি সদস্যেরা হলেন, অভয় দাস (পূর্ত), সেখ আকবর (জল সরবরাহ), সুরজিৎ দাস (বিদ্যুৎ) এবং রীতা বন্দ্যোপাধ্যায় (নারী ও শিশু কল্যাণ)। ৩২ ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে জিতে ক্ষমতায় আসে। বিরোধীদের মধ্যে বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে পেয়েছে ৬, ৪ এবং ৩টি করে আসন। অর্জুনবাবু বলেন, ‘‘আগামী সোমবার থেকেই আমরা পুরসভার কাজ শুরু করে দেব।’’