Advertisement
১৮ জুন ২০২৪

পুরবোর্ড গঠন

উলুবেড়িয়ার পুরসভার চেয়ারম্যান পরিষদ গঠন করা হল শনিবার। ভাইস চেয়ারম্যান হন আব্বাসউদ্দিন খান। চেয়ারম্যান পরিষদের বাকি সদস্যেরা হলেন, অভয় দাস (পূর্ত), সেখ আকবর (জল সরবরাহ), সুরজিৎ দাস (বিদ্যুৎ) এবং রীতা বন্দ্যোপাধ্যায় (নারী ও শিশু কল্যাণ)। ৩২ ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে জিতে ক্ষমতায় আসে।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০১:২৯
Share: Save:

উলুবেড়িয়ার পুরসভার চেয়ারম্যান পরিষদ গঠন করা হল শনিবার। ভাইস চেয়ারম্যান হন আব্বাসউদ্দিন খান। চেয়ারম্যান পরিষদের বাকি সদস্যেরা হলেন, অভয় দাস (পূর্ত), সেখ আকবর (জল সরবরাহ), সুরজিৎ দাস (বিদ্যুৎ) এবং রীতা বন্দ্যোপাধ্যায় (নারী ও শিশু কল্যাণ)। ৩২ ওয়ার্ড বিশিষ্ট উলুবেড়িয়া পুরসভায় তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে জিতে ক্ষমতায় আসে। বিরোধীদের মধ্যে বামফ্রন্ট, বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে পেয়েছে ৬, ৪ এবং ৩টি করে আসন। অর্জুনবাবু বলেন, ‘‘আগামী সোমবার থেকেই আমরা পুরসভার কাজ শুরু করে দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uluberia Municipal body surajit das avay das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE