Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিধায়কের আশ্বাস, উঠল অবস্থান

আলোচনার আশ্বাসে পাঁচ দিন পরে কর্মী-বিক্ষোভ উঠল ডানকুনি পুরসভায়। অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে পুরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা
ডানকুনি শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০১:২৫
Share: Save:

আলোচনার আশ্বাসে পাঁচ দিন পরে কর্মী-বিক্ষোভ উঠল ডানকুনি পুরসভায়। অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে পুরসভার কাজকর্ম ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ।

অস্থায়ী কর্মীদের রাজ্য সরকার ঘোষিত ন্যূনতম মজুরি, অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী স্থায়ীকরণ, সচিত্র পরিচয়পত্র, প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা-সহ নানা দাবিতে তৃণমূল পরিচালিত ওই পুরসভায় দ‌লেরই পুরকর্মীদের সংগঠন সরব। আন্দোলনকারীদের অভিযোগ, এক কম্পিউটার অপারেটরকে তুচ্ছ কারণে নিচু পদে নামিয়ে দেওয়া হয়েছে। বছর খানেক আগে প্রয়াত এক স্থায়ীকর্মীর স্ত্রীকে আশ্বাস দিয়েও চাকরি দেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও পুরপ্রধান উপযুক্ত পদক্ষেপ করছেন না। ফলে কর্মীরা বঞ্চিত হচ্ছেন।

এর প্রতিবাদে বুধবার থেকে পুরভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান কর্মসূচি নেওয়া হয়। সংগঠন সূত্রে খবর, বৃহস্পতিবার তৃণমূল বিধায়ক স্বাতী খোন্দকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দেন তিনি। শুক্রবার উপ-পুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় আন্দোলন মঞ্চে গিয়ে একই আশ্বাস দেন। এর পরেই অবস্থান উঠে যায়। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আশিস দে ব‌লেন, ‘‘আশা করছি পুরসভা কর্মীদের জন্য ভাল পদক্ষেপই করবেন।’’ তিুনি জানান, বিএসইউপি প্রকল্পে গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা লুঠ করে কোষাধ্যক্ষ গা-ঢাকা দিয়েছেন। তাঁকে অবিলম্বে গ্রেফতার করা না হলে বড় আন্দোলন হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Municipal workers MLA Dharna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE