গবেষণার কাজে যাঁদের আগ্রহ, তাঁদের জন্য পোস্ট ডক্টরাল ফেলোশিপের সুযোগ দিচ্ছে খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)। পিএইচডি-র পরও যাঁরা ইঞ্জিনিয়ারিং, আর্টস, সায়েন্স-এর নানা বিষয়ে উচ্চতর শিক্ষালাভ করতে চান, তাঁদের জন্যই এই সুযোগ। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে।
প্রতিষ্ঠানের একাধিক বিভাগ, সেন্টার বা স্কুল থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ করতে পারবেন পড়ুয়ারা। গবেষণা করতে পারবেন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড রিজিয়োনাল প্ল্যানিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, জিওলজি অ্যান্ড জিওফিজ়িক্স, পদার্থবিদ্যা-সহ নানা বিষয় নিয়ে।
আরও পড়ুন:
আবেদনকারীদের পিএইচডি-তে ফার্স্ট ক্লাস থাকতে হবে। পাশাপাশি, সায়েন্স সাইটেশন জার্নালে দু’টি প্রকাশিত গবেষণাপত্রও থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়।
পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য গবেষকদের সময় দেওয়া হবে তিন বছর পর্যন্ত। ফেলোশিপের পরিমাণ হবে মাসে ৮০,০০০ টাকা থেকে সর্বাধিক ১,০০,০০০ টাকা। এ ছাড়া কন্টিজেন্সি বাবদ অতিরিক্ত টাকাও দেওয়া হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র-সহ বাকি নথি জমা দিতে হবে। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।