Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঘাটতিশূন্য বাজেট হাওড়া পুরবোর্ডের

গতবারের মতো এ বারও ঘাটতিশূন্য বাজেট পেশ করল তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা। বুধবার সপ্তম পুর-বোর্ডের ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট পেশ করে মেয়র রথীন চক্রবর্তী জানান, বাজেটের পরিমাণ ধার্য করা হয়েছে ৪২৬.৬৬ কোটি টাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:২৫
Share: Save:

গতবারের মতো এ বারও ঘাটতিশূন্য বাজেট পেশ করল তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা। বুধবার সপ্তম পুর-বোর্ডের ২০১৬-১৭ আর্থিক বর্ষের বাজেট পেশ করে মেয়র রথীন চক্রবর্তী জানান, বাজেটের পরিমাণ ধার্য করা হয়েছে ৪২৬.৬৬ কোটি টাকা। সমান জোর দেওয়া হয়েছে সড়ক, নিকাশি, সাফাই, স্বাস্থ্য, সৌন্দর্যায়ন-সহ প্রতিটি বিষয়ে। মেয়র আরও জানান, পুর-কর বাড়ানো হয়নি। তবে ট্রেড লাইসেন্স, হোর্ডিং, বকেয়া সম্পত্তিকর বাবদ যে অর্থ বকেয়া আছে, তা আদায়ে জোর দেওয়া হচ্ছে। তা থেকেই আয় বাড়ানো সম্ভব বলে দাবি পুর-কর্তাদের। হাওড়ায় নতুন বিশ্ববিদ্যালয় তৈরি ও মঙ্গলাহাটকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মেয়র। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় ও রাজ্য সরকারের সহযোগিতায় হাওড়া শহরের আরও উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

howrah shortage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE