Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মত্ত খালাসির হাতে গাড়ি, অল্পের জন্য রক্ষা

মত্ত অবস্থায় পড়ুয়া ভর্তি স্কুলবাস চালাচ্ছিলেন খালাসি। চালক বসেছিলেন পাশে। রাস্তায় একটি রিকশাকে ধাক্কা মারার পরে পিছনে থাকা পুলিশভ্যান এসে হাতেনাতে পাকড়াও করে ওই খালাসিকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:১৮
Share: Save:

মত্ত অবস্থায় পড়ুয়া ভর্তি স্কুলবাস চালাচ্ছিলেন খালাসি। চালক বসেছিলেন পাশে। রাস্তায় একটি রিকশাকে ধাক্কা মারার পরে পিছনে থাকা পুলিশভ্যান এসে হাতেনাতে পাকড়াও করে ওই খালাসিকে। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতারও করা হয় তাঁকে। চালক অবশ্য পলাতক। সোমবার বিকেলে এই ঘটনা ঘটেছে হাওড়ার শিবপুর এলাকার জগৎ ব্যানার্জি ঘাট রোডে। স্কুলবাস নিয়ে ওঠা অনিয়মের অভিযোগকে ফের সামনে এনে দিল এই ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ছুটির পর শ্রীশিক্ষায়তন স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে হাওড়ায় ফিরছিল ওই স্কুলবাসটি। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৩-১৪ জন পড়ুয়া ছিল বাসটিতে। জগৎ ব্যানার্জি ঘাট ধরে কাজিপাড়ার দিকে যাওয়ার সময়ে বাসটি সামনে দিয়ে যাওয়া একটি রিকশায় ধাক্কা মারে। এই নিয়ে রিকশা চালকের সঙ্গে বাস চালকের তর্ক শুরু হয়। ততক্ষণে পড়ুয়াদের মধ্যে কয়েক জন আতঙ্কিত হয়ে কান্নাকাটি জুড়ে দেয়। পিছনেই ছিল পুলিশের একটি গাড়ি। যে যুবক বাস চালাচ্ছিলেন তাঁকে নামতে বাধ্য করেন এক পুলিশকর্মী। পুলিশ জানায়, ওই যুবকের মুখে মদের গন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন ওই পুলিশকর্মী। স্থানীয় শিবপুর থানায় নিয়ে যাওয়া হলে গ্রেফতার করা হয় ওই যুবককে। ঘটনার সময়ে সুযোগ বুঝে পালিয়ে যান স্কুলবাসটির আসল চালক চন্দন দাস।

পুলিশ জানায়, ধৃতের নাম প্রণব পাড়ুই। তিনি বাসটির খালাসি। প্রাথমিক জেরায় পুলিশ জানায়, ধৃত যুবকের কাছে চালকের লাইসেন্সও নেই। এ দিন চন্দনকে অনুরোধ করে বাসটি কলকাতা থেকে চালিয়ে নিয়ে এসেছিল সে। পুলিশ জানিয়েছে, স্কুলবাসটি যে সংস্থার, তার কর্মকর্তাদের ডেকে পাঠানো হয় ঘটনার পর। তাঁরাই পড়ুয়াদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

school bus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE