Advertisement
১৯ মে ২০২৪

মাঠে শৌচকর্ম বন্ধ হয়েছে কি, দেখতে গেলেন বিডিও

সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। তারই মাঝে ছাতা মাথায় তিন-চার জনকে দেখা গেল, রূপনারায়ণের পাশে পাট খেতে বসে আছেন। একটু কাছে যেতেই বোঝা গেল, তাঁরা নিশ্চিন্তে প্রাতঃকৃত্য সারছেন।

নিজস্ব সংবাদদাতা
বাগনান শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৬ ০২:৫৩
Share: Save:

সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। তারই মাঝে ছাতা মাথায় তিন-চার জনকে দেখা গেল, রূপনারায়ণের পাশে পাট খেতে বসে আছেন। একটু কাছে যেতেই বোঝা গেল, তাঁরা নিশ্চিন্তে প্রাতঃকৃত্য সারছেন। সঙ্গে সঙ্গে জনা দশেক লোক হো হো করে চেঁচিয়ে উঠলেন। ছাতা মাথায় বসে থাকা লোকেরা কিছু বুঝে ওঠার আগেই ওই দলটি প্রায় তাঁদের কাছে পৌঁছে যায়। তখন ছাতা মাথায় বসে থাকা লোকেরা বুঝতে পারেন, সাত সকালে জল-কাদা ঘেঁটে আসা লোকেরা ব্লক প্রশাসনের লোক। ওই দলে আছেন বিডিও।

কী করছিলেন? বিডিও’র প্রশ্নে সকলেই চুপ। একজন আমতা আমতা করে বললেন, ‘সবে বসেছিলাম স্যার।’ পাশের জনের দিকে ইঙ্গিত করে বিডিও’র জিজ্ঞাসা আপনি? উত্তর এল, ‘স্যার একটু মাঠের দিকে প্রাতর্ভ্রমণে এসেছিলাম। হঠাৎ প্রকৃতির ডাক এসে গেল।’ অন্যদের আর কিছু জিজ্ঞাসা না করেই প্রশাসনের লোকেরা একটি করে গোলাপ ফুল আর একটি করে চকোলেট তাঁদের হাতে ধরিয়ে দিলেন। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তাঁরা। এ ভাবে খোলা জায়গায় শৌচকর্ম করলে দূষণ ছড়ায়। এই বলে সাবধান করে প্রশাসনিক কর্তারা চললেন অন্য এলাকায় নজরদারি চালাতে। মঙ্গলবার এমন দৃশ্য দেখা গেল বাগনান ২ ব্লকের ওরফুলি পঞ্চায়েত এলাকায়।

মঙ্গলবার ভোর থেকে বিডিও প্রণব মণ্ডল-সহ জন প্রতিনিধিদের ওই পঞ্চায়েতের ৫-৬টি সংসদ এলাকায় ঘুরে বেড়ান। তবে ধড়ামান্না এলাকায় এসে তাঁদের শুনতে হয় শৌচালয় নেই। শুধু এ দিন নয়, প্রায় দিন দশেক ধরে প্রশাসনিক কর্তারা এলাকায় ঘুরে ঘুরে এ বিষয়ে সচেতন করছেন। কিন্তু এমন অভিযান নেওয়া হল কেন? প্রশাসন সূত্রে খবর, আগামী ১৪ অগস্ট বাগনান ২ ব্লকের শরৎ ও ওরফুলিকে ওডিএফ (ওপেন ডেপ্রিকেশন ফ্রি) পঞ্চায়েত হিসেবে ঘোষণা করতে চলেছে প্রশাসন। ওডিএফ অর্থাৎ যেখানে খোলা জায়গায় শৌচকর্ম করা হয় না, সেই সব পঞ্চায়েতকে তালিকায় অর্ন্তভুক্ত করা হবে। তাই সরেজমিন দেখে এবং লোকেদের সঙ্গে কথা বলেই পঞ্চায়েতটিকে ওডিএফ বলে ঘোষণা করবে প্রশাসন। সচেতন করার পাশাপাশি নজরদারি চালাতে তৈরি হয়েছে একটি কমিটি।

বিডিও ছাড়াও এ দিন নজরদারি দলে ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অনু খাঁড়া, পঞ্চায়েত সদস্য মুজিবর রহমান, দু’জন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বচ্ছতা দূত-সহ জনা দশেক মহিলা-পুরুষ। বিডিও প্রণববাবু বলেন, ‘‘ওই সব লোকেদের খোলা জায়গায় শৌচকর্ম নিয়ে সচেতন করার পাশাপাশি বলা হয়েছে, তাঁরাও কাউকে বাইরে শৌচকর্ম করতে দেখলে যেন বারণ করেন। প্রয়োজনে ১০০ টাকা জরিমানারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব পঞ্চায়েতেই এই ভাবে নজরদারি চালানো হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BDO
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE