Advertisement
১৭ মে ২০২৪
শ্রীরামপুরে বাস টার্মিনাস

কাজ শেষ নিয়ে সংশয়

একাধিক বার সময়সীমা পিছিয়েছে। তার পরেও শ্রীরামপুরে বাস টার্মিনাস এখনও চালু হয়নি। নতুন সময়সীমা অনুযায়ী, চলতি মাসেই ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে এ বার নির্ধারিত সময়ে উদ্বোধন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০১:৪০
Share: Save:

একাধিক বার সময়সীমা পিছিয়েছে। তার পরেও শ্রীরামপুরে বাস টার্মিনাস এখনও চালু হয়নি। নতুন সময়সীমা অনুযায়ী, চলতি মাসেই ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। তবে এ বার নির্ধারিত সময়ে উদ্বোধন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

ওই প্রকল্পের ব্যাপারে খোঁজখবর রাখছেন, এমন অনেকেই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তৃণমূলের এক জনপ্রতিনিধির কথায়, ‘‘এখনও জোর কদমে কাজ করলে হয়তো কাজ শেষ হবে। কিন্তু ঢিমেতালেই কাজ চলছে।’’ নির্মাণকারী সংস্থার সংস্থার তরফে প্রকল্পের এক আধিরারিক দেবাশিস ঘোষের অবশ্য দাবি, ‘‘এখন ফিনিশিং চলছে। এ মাসেই কাজ শেষ হবে।’’

শহরে ইএসআই হাসপাতাল‌ের অদূরে জিটি রোডের ধারে ৫৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের ওই টার্মিনাস তৈরি করছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (এইচআরবিসি)। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইচআরবিসি-র চেয়ারম্যান। পুরসভা প্রকল্পের জন্য ৯৮ কাঠা জমি এইচআরবিসি-কে ৯৯ বছরের জন্য লিজ দিয়েছে। দিল্লির একটি বেসরকারি সংস্থা নির্মাণকাজ করছে।

প্রশাসন সূত্রের খবর, প্রকল্পে বেসমেন্ট থেকে ছ’টি তল থাকবে। বেসমেন্টে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। একতলায় বাস দাঁড়াবে। বাসকর্মীদের ঘর থাকবে। দোতলায় যাত্রী-লাউঞ্জ হবে। সেখানে বিশ্রামাগার, স্নানঘর, চা-কফির স্টল, ক্যান্টিনও থাকবে। তিন থেকে ছ’তলা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হবে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা ভোটের আগে টার্মিনাসটি চালুর তোড়জোড় শুরু হয়েছিল। সে ক্ষেত্রে বাণিজ্যিক ভবনের কাজ পরে করা হতো। কিন্তু পুরো ভবনের কাজ শেষ করেই উদ্বোধনের সিদ্ধা‌ন্ত হওয়ায় বিষয়টি পিছিয়ে যায়। সাংসদ কল্যাণবাবু জানান, নির্মাণকারী সংস্থা লিখিত প্রতিশ্রুতি দিয়েছে, ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করবে। তিনি বলেন, ‘‘প্রকল্পটি চালু হলে শহরের ভোল বদলে যাবে।’’ দূরপাল্লার বাসও এখান থেকে যাতে ছাড়ে, তার চেষ্টা করা হবে বলে সাংসদ জান‌ান। পুরপ্রধান‌ অমিয় মুখোপাধ্যায় বলেন, ‘‘কবে কাজ শেষ হবে, তা নিয়ে নির্মাণকারী সংস্থা সরকারি ভাবে এখনও আমাদের কিছু জানায়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bus terminus Serampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE