Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হুগলিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান

পুরসভার উদ্যোগে চারাগাছ লাগানো হল উত্তরপাড়ায়। রবিবার এখানকার ১৯ নম্বর ওয়ার্ডে শ’খানেক গাছ লাগানো হয়। তার মধ্যে ছিল মেহগনি, ইউক্যালিপটাস, রাধাচূড়া, কৃষ্ণচুড়া, কদম প্রভৃতি। উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান তথা স্থানীয় কাউন্সিলর অদিতি কুণ্ডু।

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০১:০০
Share: Save:

পুরসভার উদ্যোগে চারাগাছ লাগানো হল উত্তরপাড়ায়। রবিবার এখানকার ১৯ নম্বর ওয়ার্ডে শ’খানেক গাছ লাগানো হয়। তার মধ্যে ছিল মেহগনি, ইউক্যালিপটাস, রাধাচূড়া, কৃষ্ণচুড়া, কদম প্রভৃতি। উপস্থিত ছিলেন উপ-পুরপ্রধান তথা স্থানীয় কাউন্সিলর অদিতি কুণ্ডু। আগামী কয়েক দিনে ওই ওয়ার্ডে আরও কয়েকশো গাছ লাগানো হবে বলে পুর-কর্তৃপক্ষের দাবি।

এ দিকে, শনিবার রথযাত্রা উপলক্ষে মাহেশে গাছের চারা বিতরণ করল শ্রীরামপুর বিজ্ঞান কেন্দ্র। সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির কয়েকশো চারাগাছ তুলে দেন সংগঠনের সদস্যরা। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো এবং সংরক্ষণ নিয়ে সচেতনতা ছড়াতে প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ্ত রায়। সম্প্রতি ডানকুনি পুরসভার তরফেও বৃক্ষরোপণ উৎসব পালন করা হয়। পুরপ্রধান হাসিনা শবনম রাস্তার ধারে গাছ লাগান। গত ১৫ জুলাই হুগলি জেলা পরিষদের তরফে ‘বনমহোৎসব’ উপলক্ষে অনুষ্ঠান হয়। চণ্ডীতলা ২ পঞ্চায়েত সমিতির বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে ওই অনুষ্ঠান হয়। দিন কয়েক আগে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালিত হয় শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE