Advertisement
০৬ মে ২০২৪

বৈঠকে মিটল সমস্যা, আজ খুলছে কারখানা

তিন দিন বন্ধ থাকার পরে আজ, মঙ্গলবার থেকে উৎপাদন চালু হচ্ছে শ্রীরামপুরের ‘মাল্টি সার্ভ রোলস লিমিটেড’ কারখানায়। সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান হয়।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০২:০৩
Share: Save:

তিন দিন বন্ধ থাকার পরে আজ, মঙ্গলবার থেকে উৎপাদন চালু হচ্ছে শ্রীরামপুরের ‘মাল্টি সার্ভ রোলস লিমিটেড’ কারখানায়। সোমবার ত্রিপাক্ষিক বৈঠকে সমস্যার সমাধান হয়।

এক শিক্ষানবীশ কম্পিউটার অপারেটরকে বরখাস্ত করা ন‌িয়ে গত ১ ডিসেম্বর ওই কারখানায় গোলমাল বাধে। ‘অনৈতিক’ ভাবে ওই শ্রমিককে বরখাস্তের অভিযোগে আন্দোলনে নামে সিটু। তাঁকে পুনর্বহাল না করলে ‘টুল ডাউন’ (যন্ত্রপাতি না ধরা) ধর্মঘটের হুমকি দেয় তারা। এর পরেই শুক্রবার ‘সাসপেনশন অব ওয়ার্ক’ ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। পরের দিন কর্তৃপক্ষ দুই শ্রমিক সংগঠনকে আলোচনায় ডাকেন। ওই কর্মীকে পুনর্বহাল করা হয়। রবিবার কারখানা খোলা হবে বলে জানান কর্তৃপক্ষ। যদিও বন্ধের দিনগুলির মজুরি না দিলে শ্রমিকরা কাজে যোগ দেবেন না বলে আইএনটিটিইউসি নেতৃত্ব জানান। এই অবস্থায় কারখানা আর খোলেননি কর্তৃপক্ষ।

সোমবার মালিকপক্ষ এবং দুই শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন শ্রীরামপুরের ডেপুটি-শ্রম কমিশনার অমল মজুমদার। আলোচনায় ঠিক হয়, মঙ্গলবার সকা‌ল থেকে উৎপাদন চালু হবে। অমলবাবু জানান, কারখানা বন্ধের দিন মজুরির যে দাবি উঠেছে, তা আলোচনা করে মেটানো হবে। সকলেই তাতে রাজি হয়েছেন। বৈঠকের পরে কারখানার পার্সোনেল অফিসার তাপস কর বলেন, ‘‘আপাতত আর কোনও সমস্যা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

problem
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE