সংশোধনাগারের মধ্যে বিচারাধীন এক বন্দির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমা সংশোধনাগারে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোভান আলি খান (২৪)। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে প্রশাসনের কাছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহকুমাশাসক নিখিল নির্মল। জেল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, ওই যুবকের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোভানের বাড়ি উলুবেড়িয়ার কুলগাছিয়ার শ্রীরামপুরে। সে রাজমিস্ত্রির কাজ করত। কাজের সূত্রে বাইরেও থাকত। গত ২২ মার্চ রাতে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে উলুবেড়িয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়। ওই দিন থেকেই আদালতে নির্দেশে সে ওই জেলে ছিল। জেল কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার রাত সওয়া ১টা নাগাদ অন্য বন্দিরা জানায়, সোভানের খিঁচুনি হচ্ছে। জেলের এক অফিসার সেখানে যান। খবর দেওয়া হয় চিকিৎসককে। চিকিৎসক এসে সোভানকে মৃত ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়না তদন্ত করা হয়।
মৃতের বাড়ির লোকজনের অভিযোগ, মাস খানেক ধরে সোভান নিখোঁজ ছিল। তার গ্রেফতার হওয়ার খবর পুলিশ বা জেল কর্তৃপক্ষের তরফে বাড়িতে জানানো হয়নি। বুধবার পুলিশ বাড়িতে গিয়ে তার মৃত্যুর খবর দেয়। মৃতের স্ত্রী সাবেরা বেগম বলেন, ‘‘স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এ বার পরিকল্পিত ভাবে ওকে খুন করা হল। স্বামীর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তপাত হয়েছে।’’