Advertisement
০৬ মে ২০২৪
Gondalpara

কাজ শুরু হল গোন্দলপাড়ায়

মিলের শ্রমিক, তথা মিলের পিএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রাজেশ জয়সোয়ারা বলেন, ‘‘আমরা চাইছি, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র শ্রমিক স্বার্থে মিলের উৎপাদন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া হোক। প্রতিদিন কাঁচাপাট মিলে ঢুকছে। কাজও শুরু হয়েছে।’’

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। রবিবার সকালে। ছবি: তাপস ঘোষ

কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। রবিবার সকালে। ছবি: তাপস ঘোষ

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ০৫:৪২
Share: Save:

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর রবিবার থেকে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিলে উৎপাদন শুরু হল। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। মিলের পদস্থ কর্তা শম্ভু পাল বলেন, ‘‘বহুদিন বন্ধ থাকায় বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছিল। সব কিছু সারিয়ে পুরোমাত্রায় উৎপাদনে ফিরতে আমাদের এখনও দু’সপ্তাহ অন্তত সময় লাগবে। পর্যায়ক্রমে মিলের এক একটি বিভাগে কাজ শুরু হবে। বিধি অনুয়ায়ী উৎপাদন চালু করতে সরকারি বিভিন্ন দফতরের অনুমতি লাগে। সেই সব প্রক্রিয়াও এর মধ্যেই সম্পূর্ণ হয়েছে। ভিন্‌ রাজ্য থেকে শ্রমিকেরা ফিরতে শুরু করেছেন।’’

সব শ্রমিক সংগঠনই জুটমিলটি খোলার দাবি তুলছিল দীর্ঘদিন ধরে। মিলের শ্রমিক, তথা মিলের পিএফ ট্রাস্টি বোর্ডের সদস্য রাজেশ জয়সোয়ারা বলেন, ‘‘আমরা চাইছি, রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে শুধুমাত্র শ্রমিক স্বার্থে মিলের উৎপাদন নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া হোক। প্রতিদিন কাঁচাপাট মিলে ঢুকছে। কাজও শুরু হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gondalpara Jute MIll
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE