Advertisement
০৪ জুন ২০২৪

নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করার দাবিতে পথ অবরোধ

গত ২৬ অক্টোবর থেকে নিখোঁজ উলুবেড়িয়ার বলরামপোতার বাসিন্দা বারো বছরের মমতাজুল মোল্লা। পরিবারের অভিযোগ, তাকে খুঁজতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না পুলিশ।

উলুবেড়িয়ার বলরামপোতায় মুম্বই রোডে অবরোধ। ইনসেটে মমতাজুল। বৃহস্পতিবার সুব্রত জানার ছবি।

উলুবেড়িয়ার বলরামপোতায় মুম্বই রোডে অবরোধ। ইনসেটে মমতাজুল। বৃহস্পতিবার সুব্রত জানার ছবি।

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ০২:২৭
Share: Save:

গত ২৬ অক্টোবর থেকে নিখোঁজ উলুবেড়িয়ার বলরামপোতার বাসিন্দা বারো বছরের মমতাজুল মোল্লা। পরিবারের অভিযোগ, তাকে খুঁজতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না পুলিশ। অবিলম্বে তাকে খুঁজে বের করার দাবিতে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় মুম্বই রোড অবরোধ করেন বাসিন্দারা। ছিলেন মমতাজুলের পরিবারের লোকজনও। সকালে ব্যস্ত সময়ে মুম্বই রোডে অবরোধে যানজটে আটকে পড়েন বহু মানুষ। শেষ পর্যন্ত পুলিশ তাকে খুঁজে বের করার মুচলেকা দিলে দেড় ঘণ্টা পরে অবরোধ ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ষষ্ঠ শ্রেণির ছাত্র মমতাজুল গত ২৬ অক্টোবর বেলা ৩টে নাগাদ বাড়ির পাশের মাঠে খেলতে গিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ। পর দিনই তার পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরিবারের লোকজনের সন্দেহ, জমি নিয়ে বিবাদের কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার কাকা মোজাফফর মোল্লার অভিযোগ, ‘‘পুলিশকে আমরা বার বার এ কথা জানানো সত্ত্বেও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে না।’’ ঘটনাটি তাঁরা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন বলে জানান মোজাফফর।

এ দিন সকাল ১০টা নাগাদ মমতাজুলের পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা মুম্বই রোড অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পদস্থ কর্তারা। তাঁরা গ্রামবাসীদের অবরোধ তুলে নিতে বলেন। কিন্তু গ্রামবাসীরা অবরোধ তুলতে রাজি হননি। পুলিশ কর্তারা গ্রামবাসীদের বোঝান। ঠিক হয় এই মামলার তদন্তকারী অফিসারকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হবে। গ্রামবাসীরা লিখিত প্রতিশ্রুতি চান। পুলিশ তা দিলে তাঁরা অবরোধ তুলে নেন। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, মমতাজুলকে খুঁজে বের করতে পুলিশ কোনও ত্করটি রাখবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE