Advertisement
২২ মে ২০২৪
TMC

সিদ্ধান্ত পুনর্বিবেচনা চান বহিষ্কৃত নেতা

শনিবার সত্যরঞ্জন বলেন, ‘‘আমার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। আমি দলের জেলা সভাপতির কাছে ওই সিদ্ধান্ত ফের বিবেচনার জন্য অনুরোধ করব। আমি দলের একনিষ্ঠ কর্মী।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০২:৫৮
Share: Save:

দলবিরোধী কাজে যুক্ত থাকা এবং নানা অনিয়মের অভিযোগে বাঁশবেড়িয়ার দলীয় নেতা সত্যরঞ্জন শীলকে বহিষ্কার করেছে তৃণমূল। তিনি বাঁশবেড়িয়ার পুরপ্রশাসক অরিজিতা শীলের স্বামী। সত্যরঞ্জন চান, ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে তাঁর দাবি, তিনি কোনও দলবিরোধী কাজ করেননি।

শনিবার সত্যরঞ্জন বলেন, ‘‘আমার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। আমি দলের জেলা সভাপতির কাছে ওই সিদ্ধান্ত ফের বিবেচনার জন্য অনুরোধ করব। আমি দলের একনিষ্ঠ কর্মী।’’ তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ‘‘বহিষ্কারের সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বের। আমি শুধু ঘোষণা করেছি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি শীর্ষ নেতৃত্বকেই জানাতে হবে।’’

শাসকদলের একটি সূত্রের খবর, বাঁশবেড়িয়া, চুঁচুড়া, জাঙ্গিপাড়া, পুড়শুড়া, আরামবাগ, শ্রীরামপুর, খানাকুল-সহ জেলার বিভিন্ন এলাকার দশ জনেরও বেশি নেতার বিরুদ্ধে দুর্নীতি, দলবিরোধী কাজ এবং অনিয়মে যুক্ত থাকার অভিযোগ পৌঁছেছে রাজ্য নেতৃত্বের কাছে। সে সব অভিযোগও এখন খতিয়ে দেখা হচ্ছে। কিছু ক্ষেত্রে বিভিন্ন এলাকার স্থানীয় নেতাদের নানা আব্দার ও চাহিদায় অনেক ঠিকাদার সরকারি কাজের টেন্ডারে যোগ দিতে চাইছেন না, এ অভিযোগও মিলেছে। বিধানসভা ভোটের আগে দলের ভাবমূর্তি রক্ষায় জোর দেওয়া হচ্ছে।

শাসকদলের এক রাজ্য নেতা বলেন, ‘‘সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। কারও কাজে দলের বিশ্বাসযোগ্যতা যদি প্রশ্নের মুখে পড়ে, তা হলে দল তাঁকে প্রশ্রয় দেবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Hooghly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE