গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরেই সাঁতরাগাছি সেতু মেরামতের কাজ শুরু হবে। তার আগে নয়। বৃহস্পতিবার নবান্নে স্বরাষ্ট্রসচিব মলয় দে-র ঘরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। নবান্ন সূত্রে খবর, এ দিনের বৈঠকে স্বরাষ্ট্রসচিব ছাড়া উপস্থিত ছিলেন পরিবহণ সচিব, পূর্ত দফতরের আধিকারিক-সহ কলকাতা ও হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। সেখানে ঠিক হয়েছে, সাঁতরাগাছি সেতু পুরোপুরি বন্ধ রাখা হবে না। কারণ, এই কাজ প্রায় এক মাস ধরে চলতে পারে। তাই সেতুর একটা অংশ খোলা রেখেই মেরামতি চলবে।
ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির জন্য সাঁতরাগাছি সেতু বন্ধ রাখতে সম্প্রতি হাওড়া সিটি পুলিশকে চিঠি দেয় রাজ্য পূর্ত দফতরের হাইওয়ে ডিভিশন। ডিসেম্বর-জানুয়ারি মাস ধরে উৎসবের মরসুম চলে বলে সেতু বন্ধ রাখায় আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেতুর পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ায় এবং এই কারণে যানজট বাড়ায় পুলিশের পক্ষ থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ অবিলম্বে মেরামতের জন্য পূর্ত দফতরকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। সেই মতো কোন গাড়ি কোন পথে যাবে, তার রূপরেখা তৈরি করে সিটি পুলিশের ট্রাফিক দফতর।
নবান্ন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলা ১৫ তারিখ শেষ হলেই সেতুর কাজ শুরু হবে। কোন দিন থেকে কাজ শুরু হবে তা ঠিক করতে আজ, শুক্রবার ফের স্বরাষ্ট্রসচিবের ঘরে বৈঠক ডাকা হয়েছে। তবে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, কলকাতামুখী সমস্ত মালবাহী গাড়িকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। অপর দিকে, ৬ নম্বর জাতীয় সড়কমুখী মালবাহী ট্রাক, ট্রেলার, লরিকে পাঠিয়ে দেওয়া হবে আন্দুল রোডে। সাঁতরাগাছি সেতুর এক পাশ দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাস ও ছোটগাড়ি চলাচল করবে। বেশি যানজটের সময়ে, প্রয়োজন মতো তা-ও ঘুরিয়ে দেওয়া হবে। তখন ড্রেনেজ ক্যানাল রোড ধরে কিছু গাড়ি পাঠিয়ে দেওয়া হবে হাওড়া-আমতা রোড ধরে মুম্বাই ও দিল্লি রোডে।