Advertisement
১৭ মে ২০২৪

আধার কার্ডে কুকথা, বিড়ম্বনায় স্কুলছাত্র

আধার কার্ডে নানা ভুল তথ্যের অভিযোগ উঠেছে আগেও। আবার নাম বা ঠিকানার জায়গায় নানা কুকথা লেখা রয়েছে, এমন অভিযোগও উঠেছে। এ বার সেই একই সমস্যার সম্মুখীন হল শ্রীরামপুরের এক পড়ুয়া।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০২:৩০
Share: Save:

আধার কার্ডে নানা ভুল তথ্যের অভিযোগ উঠেছে আগেও। আবার নাম বা ঠিকানার জায়গায় নানা কুকথা লেখা রয়েছে, এমন অভিযোগও উঠেছে। এ বার সেই একই সমস্যার সম্মুখীন হল শ্রীরামপুরের এক পড়ুয়া।

শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে বৈষ্ণবপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা ওই স্কুল পড়ুয়ার অভিযোগ, ‘‘ঠিকানার জায়গায় বাজে কথা লেখা রয়েছে। বাবার নামের পাশেও। এমন আজব আধার কার্ড হাতে পেয়ে তো আমি থ।’’ তবে শেষ পর্যন্ত ওই কার্ড সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণির ওই ছাত্রের বাবা পেশায় গাড়িচালক। দিন চারেক আগে ডাক মারফত ছেলেটির আধার কার্ড বাড়িতে আসে। কিন্তু খাম থেকে কার্ড বের করতেই সকলের চোখ কপালে। কার্ডের দু’পিঠেই বাবার নামের পাশে একাধিক অকথ্য ভাষা ছাপা রয়েছে। ছেলেটির বাবার কথায়, ‘‘স্কুলে আধার কার্ড জমা দিতে বলেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতেও আধার প্রয়োজন। কিন্তু এমন কার্ড জমা দিই কী করে!’’

সোমবার সকা‌লে কার্ড নিয়ে বাবা-ছেলে শ্রীরামপুর-উত্তরপাড়া বিডিও দফতরে আসেন। বিডিও তমালবরণ ডাকুয়ার কথামতো তাঁরা শহরের চন্দ্রমোহন রায় লেনে যান। সেখানে আধার কার্ডের কাজ হয়। সেখান থেকে ওই কিশোরের কার্ডের তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেওয়া হয়। ছেলেটির বাবা ব‌লেন, ‘‘ওই দফতর থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আগামী পনেরো দিনের মধ্যে সংশোধিত কার্ড বাড়িতে পৌঁছে যাবে।’’

শ্রীরামপুর পুরসভার তরফে আধার কার্ডের চার্জ অফিসার পার্থসারথি মুখোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে আজ, মঙ্গলবারই তিনি মহকুমাশাসকের সঙ্গে কথা বলবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aadhar Card Slang Languages
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE