Advertisement
E-Paper

পরিবেশ সচেতনতায় পাড়ি পাহাড় থেকে সাগর

সোমবার সকালে শ্রীরামপুর থেকে ৮টার সময় পদযাত্রা শুরু হয়। স্থানীয় স্কুলের বাচ্চারা ওই পদযাত্রার সঙ্গে যোগ দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০১:৩০
পায়ে-হেঁটে: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে। নিজস্ব চিত্র

পায়ে-হেঁটে: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে। নিজস্ব চিত্র

সম্প্রতি দূষণের কারণে দিল্লির মানুষ তিন দিন সূর্যের মুখ দেখেননি। পরিবেশবিদরা বারবার সর্তক করছেন, কলকাতার পরিস্থিতিও বিশেষ ভাল নয়। এই বাস্তবতাকে মাথায় রেখেই পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে মানুষকে সচেতন করতে পাহাড় থেকে সাগর হাঁটার কর্মসূচি নিল হুগলির কয়েকটি সংগঠন।

পদযাত্রা শুরু হয়েছিল ১১০টি সংগঠন নিয়ে। লক্ষ্য ছিল পাহাড় হয়ে পদযাত্রার মাধ্যমে পরিবেশের কথা সাগরের মানুষ পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া। সোমবার সেই পদযাত্রা ২৯ দিনে পড়ল। আর এই পথে ১১০টি সংগঠন দাঁড়িয়েছে ৩০০-তে।

কলকাতার শরৎ ভবনে চলতি বছরের জানুয়ারি মাসে পরিবেশ নিয়ে একটি আলোচনা সভায় এই পদযাত্রা নিয়ে কমিটি গঠিত হয়। সেখানেই ঠিক হয় হাঁটার কর্মসূচি। দার্জিলিং-এর টাইগার হিলে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে পদযাত্রা শুরু হয়। মোট ১২টি জেলা অতিক্রম করে পদযাত্রাটি দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে পৌঁছনোর কথা আগামী ২৫ মার্চ। ১০০০ কিলোমিটার পথ পরিক্রমার পরিকল্পনা রয়েছে সংগঠনের সদস্যদের। তবে উদ্যোক্তাদের অনুমান, পথ বেড়ে দাঁড়াবে অন্তত ১১০০ কিলোমিটার। পদযাত্রা এখনও পর্যন্ত মোট ৯টি জেলা ঘুরে ফেলেছে। আর গতিপথের হিসেবে ধরলে পেরিেয়ছে ৯৪৫ কিলোমিটার পথ।

সোমবার সকালে শ্রীরামপুর থেকে ৮টার সময় পদযাত্রা শুরু হয়। স্থানীয় স্কুলের বাচ্চারা ওই পদযাত্রার সঙ্গে যোগ দেয়। মিছিলে সামিল এক হাজার মানুষকে সঙ্গে নিয়ে পদযাত্রা শেষ হয় হাওড়ায়। পদযাত্রার ৩০তম দিনে হাওড়া থেকে কলকাতায় পৌঁছে প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন উদ্যোক্তারা। পদযাত্রার মাঝে অন্তত ৯০ টি গ্রিন কর্নার বা সবুজ সভা হয়। ৭০ টি স্কুল ও দু’টি কলেজে দেওয়া হয় সচেতনতা বার্তা।

organisations Rally Awareness Environment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy