Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মগরার চোরাই ট্রাক মিলল গলসিতে, ধৃত

নতুন কাচের বোতল বোঝাই একটি ট্রাক শুক্রবার রাতে চুরি হয়ে গিয়েছিল হুগলির মগরা থেকে। শনিবার রাতে বর্ধমানের গলসি মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধার থেকে সেই ট্রাকটি উদ্ধার করল পুলিশ। ট্রাক চুরির অভিযোগে গোভিন ছেত্রী ওরফে বিশাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত নেপালের দামাক বাজার এলাকার বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
মগরা শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০১:২০
Share: Save:

নতুন কাচের বোতল বোঝাই একটি ট্রাক শুক্রবার রাতে চুরি হয়ে গিয়েছিল হুগলির মগরা থেকে। শনিবার রাতে বর্ধমানের গলসি মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধার থেকে সেই ট্রাকটি উদ্ধার করল পুলিশ। ট্রাক চুরির অভিযোগে গোভিন ছেত্রী ওরফে বিশাল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃত নেপালের দামাক বাজার এলাকার বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রিষড়ার একটি কারখানা থেকে বোতল নিয়ে ট্রাকটি অসমের উদ্দেশে পাড়ি দেয়। চালক-খালাসি রাতে মগরার একটি পেট্রোল পাম্পে ট্রাকটি রেখে হোটেলে আশ্রয় নেন। শনিবার সকালে তাঁদের বেরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পাম্পে গিয়ে ট্রাকটি দেখতে পাননি তাঁরা। রিষড়ার ওই কারখানায় তাঁরা ঘটনার কথা জানান। মগরা থানায় ট্রাক চুরির অভিযোগ দায়ের করেন। চুরি যাওয়া ট্রাকটির মধ্যে থেকে গিয়েছিল খালাসির মোবাইল। তদন্তে নেমে সেই মোবাইলের সূত্র ধরেই মগরা থানার ওসি সুখময় চক্রবর্তী ট্রাকটির হদিশ পান। ওই ট্রাকেই বিশাল লুকিয়ে ছিল বলে পুলিশ জানায়। ধৃতকে রবিবার চুঁচুড়া আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mogra galsi truck police durgapur expressway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE