Advertisement
E-Paper

‘শর্ট সার্কিট’ থেকে ছড়িয়ে পড়়ল ধোঁয়া! মায়াবতীর সাংবাদিক বৈঠকে আতঙ্ক, তদন্ত দাবি করলেন অখিলেশ যাদব

মায়াবতীর ৭০তম জন্মদিন উপলক্ষে লখনউতে বিএসপি সদর দফতরে বৃহস্পতিবার ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ২২:৩১
(বাঁ দিকে) মায়াবতী,  অখিলেশ যাদব (ডান দিকে)।

(বাঁ দিকে) মায়াবতী, অখিলেশ যাদব (ডান দিকে)। ফাইল চিত্র।

হঠাৎই সামান্য শব্দ আর আলোর ঝলক। তার পর ঘর ভরে উঠল ধোঁয়ায়। আর নিমেষের মধ্যে হুলস্থূল। বৃহস্পতিবার এমনই আতঙ্কের অবতারণা হল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র নেত্রী মায়াবতীর সাংবাদিক বৈঠকে।

মায়াবতীর ৭০তম জন্মদিন উপলক্ষে লখনউতে বিএসপি সদর দফতরে বৃহস্পতিবার ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হলঘরের একটি বাল্ব থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। যার ফলে হট্টগোল শুরু হয়। বিএসপির রাজ্য সভাপতি বিশ্বনাথ পাল সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, সাংবাদিক বৈঠকের শেষপর্বে একটি বাল্ব ফিউজ হয়ে যায়। এর জেরে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

36

তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনাকে হাতিয়ার করে তদন্তের দাবি তুলেছেন উত্তরপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ঘটনার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে দুষে এক্স পোস্টে অভিলেশ লিখেছেন, ‘‘নিরাপত্তার গুরুতর ত্রুটি ঘটেছে। পূর্ণাঙ্গ তদন্ত চাই।’’ বিধানসভা ভোটের এক বছর আগে অখিলেশের এই মন্তব্য উত্তরপ্রদেশে নতুন করে এসপি-বিএসপি জোটের সম্ভাবনা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।

Mayawati Akhilesh Yadav Samajwadi Party BSP Short Circuit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy