Advertisement
২০ এপ্রিল ২০২৪

পাণ্ডুয়ায় ছাত্রকে মার

ক্লাসে পড়া না পারায় ষষ্ঠ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার বিকেলে পাণ্ডুয়ার ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের ঘটনা। প্রহৃত শ্যাম স্থানীয় মোড়পুকুর গ্রামের বাসিন্দা।

আহত ছাত্র।—নিজস্ব চিত্র।

আহত ছাত্র।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পাণ্ডুয়া শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:৫৭
Share: Save:

ক্লাসে পড়া না পারায় ষষ্ঠ শ্রেণির এক প্রতিবন্ধী ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। সোমবার বিকেলে পাণ্ডুয়ার ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের ঘটনা। প্রহৃত শ্যাম স্থানীয় মোড়পুকুর গ্রামের বাসিন্দা। তার পরিবারের তরফে এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ছেলেটির বাড়িতে তদন্তে যায়।

শ্যামের বাড়ির লোকেরা জানান, তার পিঠে কুঁজ রয়েছে। কথা জড়িয়ে যায়। কানেও কম শোনে। শ্যাম বলে, ‘‘সোমবার সপ্তম পিরিয়ডে ইংরেজি ক্লাস ছিল। স্যর পড়া জিজ্ঞাসা করেছিলেন। না পারায় লাঠি দিয়ে প্রচণ্ড মারে আমাকে।’’ ছেলেটির বাবা মাধববাবু জানান, স্কুল ছুটির পরে ছেলে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে। জ্বর চলে আসে। ডান হাত দিয়ে রক্ত পড়ছিল। শরীরে মারের দাগ। ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লব পুরকায়স্থ বলেন, ‘‘বিষয়টি জানি না। মঙ্গলবার স্কুলে গিয়ে ওই ছাত্রের সঙ্গে কথা বলব। যে শিক্ষকের কথা বলা হচ্ছে তিনি অত্যন্ত দক্ষ। এমন ঘটনা কেন ঘটল, তা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pandua Student Morepukur School
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE