Advertisement
০৩ মে ২০২৪

উদ্ধার নিখোঁজ ছাত্র, ধৃত দুই কিশোর

হাওড়া-খড়গপুর শাখার নলপুর ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হল নিখোঁজ দশম শ্রেণির ছাত্র এনামূল পুরকাইতকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সাঁকরাইল খানা এলাকার।

নিজস্ব সংবাদদাতা
সাঁকরাইল শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৬ ০১:১৯
Share: Save:

হাওড়া-খড়গপুর শাখার নলপুর ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হল নিখোঁজ দশম শ্রেণির ছাত্র এনামূল পুরকাইতকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সাঁকরাইল খানা এলাকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এনামূল বাউড়িয়া খাসখামার হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। বাড়ি নলপুর পশ্চিম পাড়ায়। স্নান করতে যাচ্ছি বলে ২৮ জুলাই সে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন পরিচিত স্থানীয় এক কিশোরকে আটক করে। তখন অভিযোগ উঠেছিল, এলামূলকে মেরে আটক কিশোর গঙ্গায় ফেলে দিয়েছে। ওই দিন রাতেই আটক কিশোরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ওই কিশোরকে জেরা করে আরও এক কিশোরকে গ্রেফতার করে। তিনদিন ধরে গঙ্গায় ছাত্রটির সন্ধানে তল্লাশি চালানো হয়। আসে বিপর্যয় মোকাবিলা দল। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা দাবি করেন, ধৃতদের কাছ থেকে পাওয়া বয়ানের ভিত্তিতেই গঙ্গায় তল্লাশি চালানো হয়। পরে অবশ্য পুলিশ তল্লাশি অভিযান বন্ধ করে দেয়।

শুক্রবার দুপুরে এনামূলের খোঁজ মেলে। স্টেশনে সে আচ্ছন্ন অবস্থায় পড়েছিল। উদ্ধার করে তাকে ভর্তি করা হয় বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বাবা জাহির পুরকাইত বলেন, ‘‘ছেলেকে ফিরে পেয়েছি এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না।’’ তাঁর দাবি, ‘‘ছেলেকে খুন না করলেও তাকে অপহরণ করা হয়েছিল এটা নিশ্চিত। আমার ছেলেকে ধৃত কিশোরটি অপহরণ করেছিল। ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করছি না।’’ হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ছাত্রটি ফিরে আসায় ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগটি হয়তো আর থাকবে। তবে অপহরণের তদন্ত চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kidnapping
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE