লাগাতার আন্দোলনের ফল মিলল!
ডানকুনি পুরসভার অস্থায়ী কর্মীদের মজুরি বাড়ল। একই সঙ্গে তাঁদের অন্য সুযোগ-সুবিধা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। কর্মরত অবস্থায় মৃত কর্মীর স্ত্রী-র চাকরির দাবিও পূরণ হল। তৃণমূল প্রভাবিত পুরকর্মী সংগঠনের হুগলি জেলা সভাপতি অন্বয় চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুর-কর্তৃপক্ষ আমাদের প্রায় সব দাবিই মেনে নিয়েছেন। কর্মীরা যে সত্যিই বঞ্চিত হচ্ছিলেন, সেটা প্রমাণিত হল। এটা আন্দোলনের জয়।’’ পুরপ্রধান হাসিনা শবনম বলেন, ‘‘বরাবরই আমরা কর্মীদের পাশে আছি। ওঁদের সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে।’’
অস্থায়ী কর্মীদের মজুরি বৃদ্ধি, স্থায়ীকরণ, সচিত্র পরিচয়পত্র, প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনা-সহ নানা দাবিতে তৃণমূল পরিচালিত ওই পুরসভায় আন্দোলন করছিল দলেরই পুরকর্মী সংগঠন। চলতি মাসের শুরু থেকে আন্দোলনের তীব্রতা বাড়ে। পুরসভার সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হয়। পরিষেবা লাটে ওঠে। দাবি মেটানো না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।