যানজটের যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে পরিকল্পনা করা হয়েছিল উড়ালপুলের। বছর তিনেক আগে সেই উড়ালপুল তৈরির কাজ শুরুও হয়। তবে অভিযোগ, প্রশাসনের ঢিলেমিতে সেই কাজ এখনও শেষ হয়নি। কামারকুণ্ডু ও নালিকুল, দু’টি জায়গাতেই লেভেল ক্রসিংয়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।
কামারকুণ্ডু লেভেল ক্রসিংয়ে একবার গেট পড়লে ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানান, যানজটে আটকে থাকা গাড়ির লাইন পৌঁছে যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পর্যন্ত। নিত্য ভোগান্তি হয় মানুষের। যানজট কমাতে ২০১৬ সালে লেভেল ক্রসিংয়ের ওপর ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়। সর্বাধিক তিন বছরের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে এবছরই। তবে এলাকাবাসীরা বলছেন, কাজ বাকি অনেকটাই। অভিযোগ, রেল ও পূর্ত দফতরের দীর্ঘসূত্রতায় প্রাথমিকভাবে কাজে কোনও গতিই ছিল না। তারপর স্থানীয় জনপ্রতিনিধিদের চাপে পূর্ত দফতর রাস্তার উপর তাদের অংশের কাজ অনেকটাই শেষ করে। কিন্তু রেল লাইনের উপরের কাজ এখনও পর্যন্ত কিছুই হয়নি।
তারকেশ্বর শাখার নালিকুলেও উড়ালপুলের কাজ শুরু হয়েছিল প্রায় একই সময়ে। কিন্তু সেই কাজেও গতি নেই বলে অভিযোগ। ওই পথে রেলের লেভের ক্রসিংয়ের কাছেই হিমঘর রয়েছে। ফলে একবার গেট পড়লে পরপর পরপর আলুবোঝাই ট্রাক দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। উড়ালপুল না হওয়ায় মানুষের সেই নিত্য ভোগান্তি চলছেই।