পুজো আসছে, শিঞ্জিনীর ‘ডোরেমন’ও ক্রমশ ভারী হয়ে উঠেছে। দাদু, বাবা, পিসিদের দেওয়া ছোট ছোট সঞ্চয় সেই ভাঁড়ারে জমে কত হয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত জানত না সাত বছরের খুদেটি।
সকালে বাবা যখন টিনের কৌটো খুললেন ১ টাকা, ২ টাকা, ৫ টাকার কয়েন, ১০০ টাকার নোটে প্রায় ৫০০০ টাকা বেরিয়েছে। সবটাই কেরলের জন্য দিয়ে এসেছে চুঁচুড়ার তালডাঙার বাসিন্দা শিঞ্জিনী সেন।
সেই কবে থেকে মা তাকে বলেছিলেন টাকা জমিয়ে রাখতে। পুজোর সময় খরচ করবে— ফুচকা, চুলের ক্লিপ আরও কত কী কেনার ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল বিপদ। বৃষ্টির দাপটে ভেসে গেল কেরল। রাজ্যটা ঠিক কোথায় এখনও বুঝে উঠতে পারেনি শিঞ্জিনী। নাম শুনেছে। আর টিভি খুলে দেখেছে জলের স্রোত।