খেলতে গিয়ে বিস্ফোরক ফেটে জখম হল তিন শিশু। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার মানসপুরে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা-র খোঁজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে মানসপুর বস্তিতে তিন শিশু বাড়ির কাছেই খেলছিল। ঘটনাস্থলে তারা একটি কৌটো পড়ে থাকতে দেখে। এক শিশু সেই কৌটোটিকে হাতে তুলে নিয়ে খোলার চেষ্টা করে। অনেক ক্ষণ চেষ্টার পরও সেটিকে খুলতে না পারায় শিশুটি কৌটোটিকে ছুড়ে ফেলে দেয়। তখনই ভয়ানক শব্দে ফেটে যায়। বীভৎস্য শব্দ পেয়ে বাসিন্দারা ছুটে এসে দেখেন ঘটনাস্থলে তিন শিশুই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাদেরকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সঞ্জয় পাসোয়ান নামে এলাকারই এক দুষ্কৃতী ওই বিস্ফোরক ঘটনাস্থলে রেখেছে। দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পেয়েছে সঞ্জয়। এলাকায় ফিরে আসার পর থেকেই এলাকায় পুনরায় সমাজবিরোধীমূলক কাজ শুরু করেছে সে। ঘটনার পর থেকে সঞ্জয় এলাকা ছাড়া।
এ দিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদার। হাসপাতালে চিকিৎসাধীন তিন শিশুকে দেখতে যান। আহতদের পরিবারতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।