Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলরের জামিন

দলীয় কর্মীকে ‘জুতোপেটা’ করার ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর ঝুম মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী রাজা ওরফে চন্দ্রনাথ মুখোপাধ্যায়-সহ তিন জনকে জামিন দিল আদালত।সুজিত ভট্টাচার্য নামে এক তৃণমূলকর্মী অভিযোগ করেন, শ্রীরামপুর কলেজে ছাত্রভোটে তিনি ঝুমদেবীর বিপক্ষ গোষ্ঠীকে সমর্থন করেন।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৮
Share: Save:

দলীয় কর্মীকে ‘জুতোপেটা’ করার ঘটনায় শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর ঝুম মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী রাজা ওরফে চন্দ্রনাথ মুখোপাধ্যায়-সহ তিন জনকে জামিন দিল আদালত।

সুজিত ভট্টাচার্য নামে এক তৃণমূলকর্মী অভিযোগ করেন, শ্রীরামপুর কলেজে ছাত্রভোটে তিনি ঝুমদেবীর বিপক্ষ গোষ্ঠীকে সমর্থন করেন। সেই রাগে ৫ ফেব্রুয়ারি রাতে শহরের নেতাজি সুভাষ অ্যাভেনিউর একটি চায়ের দোকানের সামনে থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। ঘটনার জেরে ঝুমদেবীকে সাসপেন্ড করেন তৃণমূল নেতৃত্ব। সুজিতবাবুর মেয়ে শ্রীজিতা ভট্টাচার্য শ্রীরামপুর থানায় ওই কাউন্সিলর, তাঁর স্বামী-সহ চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার করে রাজাবাবু দাবি করেন, সুজিতবাবু ঝুমদেবীকে গা‌ল‌িগালাজ করেন, তাঁকে ধাক্কা দেন। তার পরে নিজেই মিথ্যা অভিযোগ করেন।

অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা, ভয় দেখানো-সহ চারটি ধারায় মামলা রুজু করা হয়। সোমবার দুপুর সওয়া দু’টো নাগাদ ঝুমদেবী, রাজাবাবু এবং অরিত্র সেন নামে অপর এক অভিযুক্ত শ্রীরামপুরের ভারপ্রাপ্ত এসিজেএম স্বরূপ চক্রবর্তীর এজলাসে আত্মসমর্পণ করেন। ঝুমদেবীদের আইনজীবী নারায়ণচন্দ্র চক্রবর্তী ও দীপ্তব্রত বটব্যাল বিচারককে বলেন, তাঁর মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের এক জন তৃণমূলের কাউন্সিলর হওয়ায় ওই দলকে হেয় করার জন্য এমন অভিযোগ করা হয়েছে। তা ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে আনা সব ধারাই জামিনযোগ্য। বিচারক তিন জনকেই জামিন দেন।

এ ব্যাপারে রাজাবাবু বলেন, ‘‘আমরা কোনও অন্যা না করা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আদালতে হাজির হয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Councillor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE