সিপিএমের রবিবারের ব্রিগেড সমাবেশে লোক নিয়ে যাওয়ার ‘অপরাধে’ চুঁচুড়া বাসস্ট্যান্ডের কিছু বাসকর্মীকে হুমকি দিয়ে বাসের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এর জেরে ওই বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে বাস চালানো বন্ধ রেখে রাস্তা অবরোধ করেন বাসকর্মীরা। পরে তৃণমূল কর্মীরা চাবি ফিরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বাসকর্মীরা প্রকাশ্যে কেউ মুখ খুলতে চাননি। এক বাস-মালিক বলেন, ‘‘আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কর্মীদেরও রুজিরুটি হারানোর পরিস্থিতি। তার পরেও এই ধরনের জুলুম হলে আমরা কোথায় যাব?’’ আইএনটিটিইউসি প্রভাবিত বাস শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতা গোবিন্দ দাশগুপ্ত অবশ্য বাসের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ মানেননি। তাঁর দাবি, ‘‘ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটেও গিয়েছে।’’ বাস-মালিক সংগঠনের দাবি, তৃণমূল প্রভাবিত সংগঠনের তরফে দিন কয়েক আগেই সব বাসকে ব্রিগেড জেতে নিষেধ করা হয়। অগ্রিম নিয়ে ফেলায় কয়েকটি বাস অবশ্য সেই ‘নির্দেশ’ মানেনি। তাই তারা শাসক দলের কোপে পড়ে যায়।
অভিযোগ, এ দিন সকাল ১০টা নাগাদ তৃণমূলের বেশ কিছু কর্মী চুঁচুড়া বাসস্ট্যান্ডে জড়ো হন। যে বাসগুলি ব্রিগেডে গিয়েছিল, তাদের চিহ্নিত করে চালক-কন্ডাক্টরদের কাছে জবাবদিহি চাওয়া হয়। দু’পক্ষের কথা-কাটাকাটি হয়। এর পরেই কয়েকটি বাসের চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে।