Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হাওড়া পুরসভায় আজ বাজেট পেশ

আজ, শুক্রবার হাওড়া পুরসভায় বাজেট পেশ করবেন মেয়র রথীন চক্রবর্তী। পুরসভা সূত্রের খবর, মূল নাগরিক পরিষেবা বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভিশন-২১’ অনুযায়ী হাওড়াকে ফের শিল্পনগরী হিসেবে গড়ে তোলাই হবে পুরসভার মূল লক্ষ্য।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭ ০১:৪৮
Share: Save:

আজ, শুক্রবার হাওড়া পুরসভায় বাজেট পেশ করবেন মেয়র রথীন চক্রবর্তী। পুরসভা সূত্রের খবর, মূল নাগরিক পরিষেবা বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভিশন-২১’ অনুযায়ী হাওড়াকে ফের শিল্পনগরী হিসেবে গড়ে তোলাই হবে পুরসভার মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই জাপানের সহযোগিতায় হাওড়ায় ফের নতুন শিল্প তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে। এর প্রথম ধাপে লিলুয়া ও বেলুড়ে দু’টি জমি মিলিয়ে তৈরি হবে ‘বেলুড় শিল্পতীর্থ’। এই পরিকল্পনায় চূড়ান্ত রূপ দিতে ইতিমধ্যেই জাপানের কনসাল জেনারেল শিল্প গঠনের সমস্ত পরিকাঠামো পরিদর্শন করে গিয়েছেন।

সেই সময়েই রথীনবাবু জানিয়ে ছিলেন, হাওড়া শহরে ফের শিল্প ফিরিয়ে আনতে পুরসভার তরফে সমস্ত রকমের পরিষেবা দিয়ে ও পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা করা হবে। পুরসভা সূত্রের খবর এ বার তাই বাজেটে শিল্পের উপরেই সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, রাস্তা, নিকাশি, পানীয় জলের পরিষেবার মধ্যেই যে পুরসভা সীমাবদ্ধ নয়, তা-ও এ বারের বাজেটের মাধ্যমে তুলে ধরা হবে। পুর কর্তারা জানান, স্বাস্থ্য, শিক্ষা-সহ অন্যান্য পরিষেবাও যে পুরসভা দিতে পারে, তা-ও বাজেটে উল্লেখ করা হচ্ছে। রথীনবাবু বলেন, ‘‘এত দিন নাগরিকদের চোখে ঠুলি পরিয়ে রাখা হয়েছিল। আস্তে আস্তে তা খোলার কাজ শুরু করেছিলাম। এ বার পুরোটাই খুলে দেখিয়ে দিতে হবে, পুরসভা কী কী পরিষেবা দিতে পারে।’’ তবে সমস্ত রকমের নাগরিক পরিষেবা পাওয়ার জন্য নাগরিকদের উপরে অতিরিক্ত কোনও করের বোঝা চাপানো হবে না বলেও পুরসভা সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE