Advertisement
E-Paper

এলইডি আলো, বাহারি টবে সাজছে ভদ্রেশ্বর

শহরকে সুন্দর করতে জি টি রোডের দু’ধার এলইডি আলোয় সাজাতে কাজ শুরু করল ভদ্রেশ্বর পুরসভা। ফুটপাথে বসানো হবে বাহারি গাছের টবও।

তাপস ঘোষ

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০১:৪২
নয়া-রূপে: এমন আলোতেই সাজছে ভদ্রেশ্বরের রাস্তা। নিজস্ব চিত্র

নয়া-রূপে: এমন আলোতেই সাজছে ভদ্রেশ্বরের রাস্তা। নিজস্ব চিত্র

শহরকে সুন্দর করতে জি টি রোডের দু’ধার এলইডি আলোয় সাজাতে কাজ শুরু করল ভদ্রেশ্বর পুরসভা। ফুটপাথে বসানো হবে বাহারি গাছের টবও।

রাজ্যে পালাবাদলের পর কলকাতা-সহ বহু পুর এলাকার রাস্তা সেজেছিল ত্রিফলা আলোয়। ভদ্রেশ্বর পুরসভা তখন সে পথে হাঁটেনি। এখন অবশ্য সৌন্দর্যায়নের দিকে নজর দিয়েছে তারা। এ জন্য রাজ্য সরকারের ‘ক্লিন সিটি’ প্রকল্পে ৪৬ লক্ষ টাকায় নতুন আলো ও গাছে জি টি রোড সাজাতে উদ্যোগী হয়েছে তারা। সপ্তাহদুয়েক আগে শুরু হয় কাজ।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বারাসাত লিবার্টি গেট থেকে ভদ্রেশ্বর বাজার হয়ে ভূমির খাল অরবিন্দ পল্লি মোড় পর্যন্ত জি টি রোডের দু’ধারে ফুটপাথে মোট ৩০০টি এলইডি বাতিস্তম্ভ লাগানো হবে। এতে বিদ্যুৎ খরচও বাঁচবে। বিশেষ বিশেষ জায়গায় ফুটপাথ চওড়া করে বসানো হবে বাহারি গাছের টব। পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে গোটা পুর এলাকাই সাজিয়ে তোলা হবে। পুর কর্তৃপক্ষের আশা, জগদ্ধাত্রী পুজোর আগেই জি টি রোড আলোয় সেজে উঠবে।

পুরপ্রধান মনোজ উপাধ্যায় বলেন, ‘‘শহর সাজাতে আমরা একগুচ্ছ পরিকল্পনা করেছি। প্রথম পর্যায়ে রাস্তায় এলইডি আলো এবং গাছের টব বসানো হচ্ছে। এর পরে শ্মশানঘাটটি সাজানো হবে। বাসস্ট্যান্ডও তৈরি করা হবে।’’

শহরের মূল রাস্তা জি টি রোড। এ রাস্তায় সবসময়েই ভিড় লেগে থাকে। যানবাহনও প্রতিদিন বাড়ছে। জগদ্ধাত্রী পুজোর সময়ে শহরে বহু মানুষ আসেন। এতদিন অনেকের অভিযোগ ছিল, শহরের জি টি রোডে আলোর ব্যবস্থা পর্য়াপ্ত নয়। এ বার সেই অভিযোগ ওঠা বন্ধ হবে বলে মনে করছেন পুর কর্তৃপক্ষ। সবিতা দাস নামে এক গৃহবধূ বলেন, ‘‘পুরসভার উদ্যোগ প্রশংসনীয়। শহর সুন্দর হোক, কে না চায়!’’

নতুন আলোয় পথ হাঁটার জন্য এখন অপেক্ষা শহরবাসীর।

GT road Decoration Light Bhadreswar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy