পূর্ব ঘোষণা মতো ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। শুক্রবার প্রথমে ফুরফুরা শরিফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকির সঙ্গে দেখা করেন তিনি। তার পর আব্বাস সিদ্দিকির সঙ্গে কথা বলেন।
ইতিমধ্যে আব্বাস ঘোষণা করে দিয়েছেন, তিনি নতুন দল গড়বেন। ২১ জানুয়ারি সেই দল ঘোষণা করার কথা। তিনি জানিয়েছেন, আরও ১০ দলের সঙ্গে কথা চলছে, সে দিন কোনও নতুন ফ্রন্টেরও ঘোষণা হতে পারে।
তবে কি রাজ্য রাজনীতিতে চতূর্থ মেরুর জন্ম হবে আব্বাসের নেতৃত্বে তৈরি ফ্রন্টের হাত ধরে? নাকি, ইতিমধ্যে তৈরি কোনও ফ্রন্টেই যোগ দেবেন তিনি? সেই জল্পনা বাড়িয়েই ফুরফুরা শরিফে আসেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। সেখানে বেশ কিছুটা সময় কাটান তিনি।