Advertisement
০৫ মে ২০২৪
Howrah

সুস্থ হওয়ার দু’দিনের মধ্যেই হাওড়ায় ফের করোনা আক্রান্ত বৃদ্ধ

২৯ নভেম্বর ওই হাসপাতালে ফের তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরের দিন রিপোর্ট হাতে এলে জানা যায়, তিনি কোভিড পজিটিভ।

সুস্থ হওয়ার পর ফের হাসপাতালে ভর্তি করতে হল বৃদ্ধকে। নিজস্ব চিত্র।

সুস্থ হওয়ার পর ফের হাসপাতালে ভর্তি করতে হল বৃদ্ধকে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ২০:৪৩
Share: Save:

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার দু’দিন পর ফের সংক্রমণের ছোবল। দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়ে হাওড়ার শিবপুর মন্দিরতলার বাসিন্দা গৌরীশঙ্কর চট্টোপাধ্যায় এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর আশির ওই বৃদ্ধ এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গৌরীশঙ্কর সম্প্রতি করোনায় আক্রান্ত হন। গত ৩১ অক্টোবর তার লালারসের নমুনা পরীক্ষা করে কোভিড পজিটিভ রিপোর্ট আসে। ২ নভেম্বর তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউ-তে ভর্তি ছিলেন। গত ২২ নভেম্বর ফের তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। ২৬ তারিখ তাঁকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এর পর তাঁকে বেসরকারি একটি ‘নন কোভিড’ হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ নভেম্বর ওই হাসপাতালে ফের তাঁর করোনা পরীক্ষা করা হয়। পরের দিন রিপোর্ট হাতে এলে জানা যায়, তিনি কোভিড পজিটিভ।

এর পর পরিবারের লোকজন গৌরীশঙ্করকে ফের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এই মুহূর্তে তিনি ওই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, গৌরীশঙ্কর কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত। কোভিড থেকে সুস্থ হওয়ার পর কয়েক দিনের ব্যবধানে ফের আক্রান্ত হওয়ায় হতবাক তাঁর বাড়ির লোকজন। ওই হাসপাতালের তরফে শুভাশিস মিত্র জানিয়েছেন, কোভিড যে ধরনের ভাইরাস তাতে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এক বার করোনা থেকে সেরে উঠলেও ফের সংক্রমণ যে হবে না তা বলা যাবে না বলেই তাঁর মত। বরং সুস্থ হওয়ায় পর স্বাস্থ্যবিধি মেনে চলাই উচিত বলে জানিয়েছেন শুভাশিস। ফের কেন সংক্রমিত হলেন গৌরীশঙ্কর, তা জানতে ভাইরাসের জিনগত বিশ্লেষণ প্রয়োজন। সে কারণে ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে ভাইরাসের জিনগত বিশ্লেষণের জন্য নমুনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভাশিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE