স্থায়ীকরণ-সহ তিনটি দাবিতে উলুবেড়িয়া কলেজের অস্থায়ী কর্মীরা সোমবার থেকে অনশন শুরু করলেন অধ্যক্ষের ঘরের সামনে। সাত মহিলা-সহ ২৭ জন কর্মী অনশনে সামিল হয়েছেন। অনশনকারীদের তরফে সোনালি মণ্ডল, পার্থ বাগ, আনিসুর আলিদের দাবি, শূন্য পদে তাঁদেরই নিয়োগ করতে হবে। আগামী দিনে স্থায়ী পদ সৃষ্টি হলে সেখানেও তাঁদের নিতে হবে। এক শ্রেণির নেতা তাঁদের পছন্দের লোককে কলেজে নিয়োগ করছেন বলেও তাঁরা অভিযোগ তোলেন। অধ্যক্ষ দেবাশিস পাল বলেন, ‘‘ওই কর্মীদের ব্যাপারে আমি সহানুভূতিশীল। তবে, তাঁদের স্থায়ীকরণের বিষয়টি কলেজের এক্তিয়ারে পড়ে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’’