শ্রীরামপুর কলেজের মূল ভবনের পাশে একটি শিশু গাছ কাটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
কলেজের ছাত্র সংসদের অভিযোগ, কারও সঙ্গে কোনও আলোচনা না করেই গাছটি কেটে ফেলা হয়েছে। তাদের তরফে বিষয়টি অধ্যক্ষের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও গুরুত্ব দেননি বলেও সংসদের অভিযোগ। কলেজের ছাত্রনেতা গৌরব চক্রবর্তী বলেন, ‘‘রবিবার গাছটি কেটে ডালপালা সরিয়ে নিয়ে যাওয়া হয়। ছুটির দিন হওয়ায় কেউ জানতেও পারেনি।’’ স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা কলেজের প্রাক্তন ছাত্রী ঝুম মুখোপাধ্যায়ও বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে গিয়েছিলেন। তাঁর অভিযোগ, ‘‘বন দফতরের অনুমতি ছাড়াই পুরনো একটি গাছ কেটে বিক্রি করে দেওয়া হল। অধ্যক্ষ কে বলতে গেলে তিনি জানান, এ ব্যাপারে কারও মাথা ঘামানোর দরকার নেই।’’
অধ্যক্ষ লাল্টলুঅ্যাংগ্লিয়ানা খিয়াঙ্গটের অবশ্য দাবি, ‘‘গাছটি কলেজের সম্পত্তি। তাই সেটি কাটার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে। তা ছাড়া, গাছটি শুকিয়ে যাচ্ছিল। কারও মাথায় ভেঙে পড়লে কে দেখত!’’